টুকরো খবর
জুলুমবাজির অভিযোগ, গ্রেফতার তিন ‘মহিলা’
এক ব্যক্তির গাড়িতে জোর করে ঢুকে হুমকি দেওয়া ও টাকা আদায়ের অভিযোগে সল্টলেক থেকে তিন জন গ্রেফতার হল। পুলিশ জানায়, সল্টলেকের ইসি ব্লকের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তিন ‘মহিলা’কে ধরা হয়। অভিযোগকারী পুলিশকে জানান, সোমবার রাত আটটা নাগাদ সিটি সেন্টার সংলগ্ন এলাকায় তাঁর গাড়ি খারাপ হয়। মেরামতি চলাকালীন ওই তিন জন জোর করে গাড়িতে উঠে টাকা চান। না দিলে শ্লীলতাহানির অভিযোগ করা হবে বলে হুমকি দেন। বাধ্য হয়ে সাড়ে তিন হাজার টাকা দিয়ে ওই ব্যক্তি ফোনে সল্টলেক উত্তর থানার পুলিশকে জানান। পুলিশ দেখেই ধৃতেরা নিজেদের পোশাক ছিঁড়ে ফেলেন। সেই অবস্থাতেই তাঁদের ধরে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১০-১২ জনের এমন একটি চক্র সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে সল্টলেকের বিভিন্ন অভিজাত এলাকায় থাকে। গাড়িতে একা কেউ থাকলে তাঁকে টাকার জন্য চাপ দেন। প্রতিবাদ করলে পোশাক ছিঁড়ে শ্লীলতাহানির অভিযোগের হুমকি দেন। এঁরা ইংরেজি ও হিন্দিতে পারদর্শী বলে পুলিশ জেনেছে। অভিযোগ, সিগন্যালে গাড়ি দাঁড়ালে জোর করে টাকা চান ২-৩ জন ‘মহিলা’। পুলিশ জানিয়েছে, এর আগে লিখিত অভিযোগ জমা পড়েনি। ধৃতেরা অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ তাঁদের বিরুদ্ধে জুলুমবাজি ও জোর করে টাকা আদায়ের অভিযোগ এনেছে। মঙ্গলবার ধৃতদের জেল হেফাজত হয়।

লেকে যুগলকে মার, সাসপেন্ড তিন পুলিশ
রবীন্দ্র সরোবরে এক যুবক এবং তাঁর বান্ধবীর সঙ্গে অভব্য আচরণ এবং তাঁদের মারধরের অভিযোগে লেক থানার তিন পুলিশকর্মীকে মঙ্গলবার সাসপেন্ড করা হয়েছে। পুলিশ জানায়, সাসপেন্ড হওয়া কর্মীদের মধ্যে আছেন এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর এবং দু’জন কনস্টেবল। শেখ আজহার আলি নামে বেহালার এক বাসিন্দার অভিযোগ, রবিবার সন্ধ্যায় তিনি বান্ধবীর সঙ্গে লেকের বাগানে বসে ছিলেন। তিন ব্যক্তি এসে লেক থানার পুলিশকর্মী বলে নিজেদের পরিচয় দেন। সাদা পোশাকের ওই তিন পুলিশকর্মী নানা রকম প্রশ্ন করার পরে তাঁদের সঙ্গে অভব্য আচরণ করেন। তাঁরা রুখে দাঁড়ানোয় তাঁদের মারধর করা হয়। তার পরে আলিকে ভ্যানে তোলার চেষ্টা হয়। বান্ধবী বাধা দেওয়ায় তাঁকে ঠেলে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। আলিকে নিয়ে ভ্যানটি গড়িয়াহাট সেতুর নীচে গিয়ে দাঁড়ায়। তিন পুলিশকর্মী নেমে যান। পরে দু’জন ফিরলেও এক জন ফেরেননি। তাঁরা পুলিশকর্মী আলিকে নিয়ে থানায় নিয়ে গিয়ে ধমকধামক করেন। আলির বন্ধুরা থানা ঘেরাও করলে পুলিশ শেষমেশ অভিযোগ নেয়। আলি জানান, সোমবার তাঁকে থানায় ডেকে নালিশ তুলে নিতে চাপ দেওয়া হয়। আলির আইনজীবীর ফোন পেয়ে সিপি সুরজিৎ কর পুরকায়স্থ দক্ষিণ-পূর্ব ডিভিশনের ডেপুটি কমিশনারকে পুরো ঘটনার তদন্ত করার নির্দেশ দেন। তার ভিত্তিতেই তিন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।

অস্ত্র মামলায় জেল দু’জনের
বেআইনি ভাবে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ রাখার দায়ে সাত বছরের কারাদণ্ড হল দু’জনের। বারাসতের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক) অয়ন চট্টোপাধ্যায় মঙ্গলবার এই রায় দেন। ওই দু’জনের নাম অশোক মণ্ডল ও অনুপম চৌধুরী। তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানাও হয়েছে। বিশেষ সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষের দাবি, এমন রায় এ রাজ্যে এই প্রথম। ২০০৯ সালের ২৫ জানুয়ারি যাদবপুরে ধরা পড়ে অশোক। তাকে জেরা করে বাগুইআটি থেকে অনুপমকে গ্রেফতার করা হয়। অনুপমের বাড়িতে মেলে চারটি স্টেনগান, ১০টি পিস্তল এবং সাত হাজার কার্তুজ।

বন্ধ ঘরে প্রৌঢ়ার দগ্ধ দেহ
বাঘা যতীন পার্কের একটি বাড়িতে এক প্রৌঢ়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম রীতা দে (৫৫)। মঙ্গলবার দুপুরে বাড়ির দরজা ভেঙে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। বিবাহবিচ্ছিন্না ওই মহিলা মায়ের সঙ্গে থাকতেন। এ দিন তাঁর মা বেরিয়েছিলেন। ঘণ্টাখানেক পরে বাড়িতে ঢোকার সময় তিনি দেখতে পান, ঘর থেকে গলগলিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দমকলকর্মীরা মহিলাকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উদ্ধার ১০ লক্ষ
কিরণশঙ্কর রায় রোডের একটি অফিসে সাড়ে ১৭ লক্ষ টাকা চুরির ঘটনায় গোয়েন্দারা সন্দেশখালি থেকে এক যুবককে গ্রেফতার করেন। গোয়েন্দারা জানান, ধৃতের নাম প্রশান্ত দাস। সে ওই অফিসেরই পিওন। তার কাছে চুরির ১০ লক্ষ টাকা মিলেছে। অফিসের মালিক গোপাল মুশকারা ১ এপ্রিল হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেন, অফিসের আলমারি থেকে সাড়ে ১৭ লক্ষ টাকা চুরি হয়েছে। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পারেন, আলমারির নকল চাবি তৈরি করে টাকা সরানো হয়েছে।

কর্তা গ্রেফতার
মহিলা কর্মচারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে মঙ্গলবার পাটুলি এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম সমীর নাথ। ওই প্রতিষ্ঠানের দুই মহিলা কর্মীর অভিযোগ, কাজে যোগ দেওয়ার পর থেকেই সমীরবাবু তাঁদের সঙ্গে অশালীন ব্যবহার করতেন। কুপ্রস্তাবও দিতেন।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.