অসমে বেনারসি শাড়ির উপর ২ শতাংশ প্রবেশ কর চাপানো হল। ফলে রাজ্যে বেনারসি শাড়ির দাম ন্যূনতম প্রায় ২০০ টাকা বাড়তে চলেছে। ৩১ মার্চ ও ১ এপ্রিল অসমের রেশমনগরী শুয়ালকুচির রেশম শিল্পীরা আমদানি করা রেশমবস্ত্রের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। বহু দোকান ও গুদাম থেকে শাড়ি বের করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ ও প্রতিবাদকারীদের খণ্ডযুদ্ধে ১০ জন জখম হন। জারি করা হয় কার্ফু। দাবি ওঠে, কামরূপে বাইরের সিল্ক, বিশেষ করে বেনারসি শাড়ি বিক্রি নিষিদ্ধ করতে হবে। নিষেধাজ্ঞা জারির পথে না গিয়েও স্থানীয় রেশম শিল্পের স্বার্থরক্ষায় সরকার বেনারসির উপরে প্রবেশ কর বসানোর সিদ্ধান্ত নেয়। গত কয়েক দিন ধরে শুয়ালকুচি এলাকার বিভিন্ন দোকানে হানা দিয়ে বয়ন ও কর বিভাগের কর্তারা বেআইনি ভাবে রেশমবস্ত্র আমদানি করার জন্য দেড় লক্ষ টাকার জরিমানা করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে ২২ লক্ষ টাকার শাড়ি। বয়ন ও রেশম বিষয়ক মন্ত্রী প্রণতি ফুকন জানান, “অসমে উৎপাদিত রেশম বস্ত্রের জন্য রাজ্য সরকার একটি ‘ট্রেড মার্ক’ প্রচলন করবে।” শুয়ালকুচির প্রতিবাদকারীদের উপরে লাঠি-গুলি চালনার ঘটনায় রাজ্য মানবাধিকার কমিশন একটি অভিযোগ রুজু করেছে। রাজ্যের মুখ্য সচিবকে তদন্ত কমিটি গড়ে ৩০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
|
রেলওয়ে পরিকাঠামো বিভাগে ব্যবসা সম্প্রসারণ করতে এবার একটি জার্মান সংস্থা অধিগ্রহণ করল পিসিএম গ্রুপ। সোমবার শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলের ওই ঘোষণা করেন সংস্থার চেয়ারম্যান কমলকুমার মিত্তল। তাঁর দাবি, “বর্তমানে ওই সংস্থার যা বাৎসরিক আয় তা আরও বাড়ানোই আমাদের লক্ষ্য।” জার্মান সংস্থার পক্ষ থেকে তাদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক যোশেফ রিপল জানান, তারা পিসিপএম গ্রুপের হয়ে এখন থেকে আরও বেশি লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে চান। ১১৮ বছরের পুরোনো জার্মান রেলওয়ে পরিকাঠামো নির্মাণকারী সংস্থা ‘রেল ওয়ান’ অধিগ্রহণ করে ‘পিসিএম রেল ওয়ান’ নামে এবার থেকে উৎপাদন করবে সংস্থাটি। অদূর ভবিষ্যতে ভারতেও কারখানা সম্প্রসারণ করবে পিসিএম।
|
চলতি বছরেই আসানসোলের কাছে জামুরিয়াতে ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে। মঙ্গলবার এই দাবি করলেন ভিডিওকন কর্ণধার বেণুগোপাল ধুত। তিনি জানান, ১৫ হাজার কোটি টাকার এই প্রকল্পের জন্য ৭০০ একর জমি হাতে রয়েছে। বাকি ৩০০ একর কিনবে সংস্থা। একই সঙ্গে তিনি জানান, ইস্পাত শিল্পের বাজারে মন্দার কারণে এই প্রকল্প নিয়ে এত দিন তাড়াহুড়ো করেনি সংস্থা। এ দিন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। ধুত জানান, প্রকল্প শুরু করার জন্য যাবতীয় সাহায্য করার আশ্বাস দিয়েছেন পার্থবাবু। আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা তাঁর।
|
কৃষ্ণা গোদাবরী অববাহিকায় নয়া কূপ খননের অনুমতি মেলার পর এই প্রথম সেখানে প্রাকৃতিক গ্যাসের খোঁজ পেল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ডি-৬ ব্লকের ধীরুভাই ১ ও ৩ গ্যাস ক্ষেত্রের ঠিক নীচে এমজে-১ কূপে গ্যাসের আভাস পেয়েছে তারা। খনন এখনও শেষ হয়নি। এ সপ্তাহের শেষে নির্ধারিত গভীরতা পর্যন্ত খননের পরেই প্রাপ্ত গ্যাস পরীক্ষা করে দেখা নিয়ে সিদ্ধান্ত নেবে সংস্থা। এ দিকে, রাজস্থান ব্লকে ফের তেলের সন্ধান পেল কেয়ার্ন ইন্ডিয়া। যা তাদের ২৬তম তেল আবিষ্কার।
|
টানা পাঁচ দিন পড়ে মঙ্গলবার সেনসেক্স নেমে এল গত সাত মাসে সবচেয়ে নীচে। তা ২১১ পয়েন্ট পড়ে থামে ১৮,২২৬.৪৮ অঙ্কে। শুধু উইপ্রো-র শেয়ার দরই পড়েছে ১২%। মুছে গিয়েছে ১১,৮৮২ কোটি টাকার শেয়ার মূলধন। তথ্যপ্রযুক্তি ছাড়া ৩টি শাখা সংস্থা উইপ্রো এন্টারপ্রাইজেস নামে একটি আলাদা সংস্থার হাতে তুলে দেওয়ার পর এ দিনই ছিল প্রথম লেনদেন। বিশেষজ্ঞদের ধারণা, এর জেরে দর পড়বে। ফল ঘোষণার আগে অনিশ্চয়তার জেরে ইনফোসিসও পড়েছে ২.৩৬%।
|
বুধবার সেবি-র কাছে হাজিরা দিতে ডাকা হল সহারা গোষ্ঠীর কর্ণধার সুব্রত রায় ও সংস্থার ৩ ডিরেক্টরকে। লগ্নিকারীদের সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা ফেরত দিতে ওই চার জনের কী সম্পত্তি বিক্রি করা হবে, সে তালিকা তৈরির জন্যই তাঁদের হাজির হতে বলেছে সেবি। সোমবারের মধ্যে তাঁদের সব সম্পত্তির তালিকা জমা দেওয়ার কথা থাকলেও, সুব্রত রায় ও অন্য ডিরেক্টররা তা দিয়েছেন কি না, জানা যায়নি।
|
বেঙ্গল সুপার টিএমটি এফই ৫০০ প্লাস এল উত্তরবঙ্গের বাজারেও। সৃষ্টি ইস্পাত অ্যান্ড এলআই লিমিটেডের তত্ত্বাধবানে রবিবার বিকেলে শিলিগুড়ির উত্তরায়ণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিপণনের সূচনা হয়। |