এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁর স্ত্রীকে বেঁধে নগদ টাকা, সোনার গয়না, বাসনপত্র-সহ ১০ লক্ষাধিক টাকার ডাকাতি করে পালিয়েছে একদল দুষ্কৃতী। রবিবার রাত একটা নাগাদ চাঁচল থানার দুমরিল গ্রামে। পুলিশ জানিয়েছে, কানের সোনার দুল দিতে অস্বীকার করায় দুষ্কৃতীরা ব্যবসায়ীর পুত্রবধূর দু’কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গিয়েছে। জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে যোগসাজশে বাইরের দুষ্কৃতীরা ডাকাতি করেছে বলে জানা যাচ্ছে। তদন্ত শুরু হয়েছে।” ব্যবসায়ী শ্রীদাম সাহা’র সারের ব্যবসার পাশাপাশি সোনার ব্যবসাও রয়েছে। দোকানের লাগোয়া এলাকায় তাঁর বাড়ি। রাতে বাড়িতে তিন ছেলের কেউ ছিলেন না। ব্যবসায়ী শ্রীদামবাবু, তাঁর স্ত্রী পুষ্পরানী দেবী ও পুত্রবধূ সুকৃতিদেবী ছিলেন। শ্রীদামবাবু জানিয়েছেন দুই ছেলে বাইরে থাকলেও একজনের ফেরার কথা ছিল। ছেলে এসেছে ভেবে দরজার কড়ার আওয়াজ শুনে দরজা খুলতেই ৭-৮ জন ঢুকে পড়ে। বাসিন্দারা জানান, চিৎকারে লোকজন আসার আগে দলটি কয়েকটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পুলিশকে ফোন করা হলেও পুলিশ আসে সকাল সাতটায়।
|
আয় বাড়াতে রুট নিয়ে সমীক্ষা করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। সোমবার নতুন ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর দায়িত্ব নেওয়ার পর আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। কোন রুট লাভজনক বা বন্ধ কোন রুটে লাভ হতে পারে সেই ব্যাপারে সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। |