জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল বিভাগের গবেষণাগারের পরিকাঠামোর সংস্কারের দাবিতে সোমবার দিনভর প্রতীকী অনশন করেন বিভাগের পড়ুয়ারা। মেকানিকাল বিভাগের ছাত্র ছাত্রীদের দাবিকে সমর্থন জানিয়ে কলেজের সব বিভাগের পড়ুয়ারাই এ দিন ক্লাস বয়কট করেন। এতে এ দিন কলেজের কোনও বিভাগেই পঠনপাঠন হয়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ, মেকানিকাল বিভাগের গবেষণাগারে প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে কলেজের ওয়ার্কশপ টেকনোলজি, ফ্লুইড মেশিনারি এবং মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরিগুলির অবস্থা বেহাল। এছাড়াও গবেষণাগারে প্রয়োজনীয় কর্মীরও অভাব রয়েছে। গত তিনটি সেমিস্টার পরীক্ষায় গবেষণাগারের যথাযথ ব্যবহার করা যায়নি। গবেষণাগারে হাতে কলমে প্রশিক্ষণের পরিবর্তে তাদের শুধু মৌখিক ক্লাস করতে হয়েছে। |
আন্দোলনে পড়ুয়ারা। সোমবার জলপাইগুড়িতে তোলা নিজস্ব চিত্র। |
কলেজের ছাত্র সংসদের সম্পাদক ময়ূখ ভট্টাচার্য বলেন, “দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। এর আগেও কলেজের অধ্যক্ষকে জানানোর পাশাপাশি দুই বার রাজ্যের কারিগরি শিক্ষা অধিকর্তাকেও চিঠি দিয়ে সমস্যার কথা জানানো হয়েছে।”
কলেজের অধ্যক্ষ জ্যোর্তিময় ঝম্পটি বলেন, “বিভিন্ন গবেষণাগারে কর্মীর অভাব রয়েছে। পরিকাঠামোর বাকি সমস্যাগুলিও মেটানোর চেষ্টা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলির সমাধান করা হবে।” |