টুকরো খবর
প্রতিশ্রুতি রাখেননি গৌতম, অভিযোগ
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি বলে অভিযোগ করলেন ১৯ নম্বর ডাবগ্রাম ফুলবাড়ি যুব কংগ্রেস সভাপতি মনোজ অগ্রবাল। প্রতিশ্রুতি মত দমকল স্টেশন, হাসপাতাল বা রিং রোড কোনওটারই বাস্তবায়ন হয়নি। সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ, গত বিধানসভা ভোটে যেহেতু কংগ্রেস জোট ছিল তাই তারা গৌতম দেবের হয়ে প্রচার করেছিলেন। সেই সময় তিনি ইস্তেহারে এই প্রতিশ্রুতিগুলি দিয়েছিলেন। দু’বছর হয়ে গেলেও রিং রোডের সামান্য অংশের কাজ ছাড়া কোনও কাজই হয়নি বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল সভাপতি তপন সিংহ বলেন, “কাজ শুরু হয়েছে। বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ, রাস্তার কাজে হাত দেওয়া সহ বেশ কয়েকটি কাজ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বাকি কাজও খুব শীঘ্রই শুরু হবে।” মন্ত্রী তাঁদের এই প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তপনবাবু। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার যুব কংগ্রেসের নতুন কমিটি তৈরি হয়েছে বলে এ দিন দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মনোজ অগ্রবাল, সহ সভাপতি প্রবীণ অগ্রবাল, সাধারণ সম্পাদক হিসেবে ওয়াজিদ আলি, অজয় কুমার সিংহ, এবং মুনমুন সাহা। লোকসভার সদস্য হিসেবে বিধানসভা থেকে নির্বাচিত হয়েছে রূপম ঘোষ।

মোবাইল চুরির নালিশ, পিটিয়ে খুন যুবককে

মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবকে পিটিয়ে মারার ঘটনা ঘটল কালচিনি থানার ডুয়ার্সের ভাটাপাড়া-বি চা বাগান এলাকায়। সোমবার সকালে ঘটনাটি ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কালচিনি থানার ওসি রিংচেন লামা ভুটিয়া জানান, নিহতের নাম প্রহ্লাদ ছেত্রী (৩২)। পিটিয়ে মারার অভিযোগে দেওপাল দর্জি নামে এক চা শ্রমিকে গ্রেফতার করা হয়েছে। নিহত প্রহ্লাদ এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বাগানের নিচ লাইনে দেওপাল দর্জির বাড়িতে যান। প্রহ্লাদ ওই বাড়ি থেকে বার হয়ে যাওয়ার পর বাড়ির লোকজন লক্ষ্য করেন একটি মোবাইল টেলিফোন নেই। ফোনটি চুরির সন্দেহে দেওপালের পরিবারের লোকজন প্রহ্লাদকে গাছে মেরে ধার করে। পরে ধৃত ব্যক্তি থানায় গিয়ে বিষয়টি জানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ওই পরিবারের আরও দুই জনের খোঁজ চলছে।

মুক্তমঞ্চের শিলান্যাস
নকশালবাড়ি বিডিও অফিস সংলগ্ন বীরসা মুন্ডা আদিবাসী ময়দানে মুক্তমঞ্চের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। সোমবার দুপুরে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওই মুক্তমঞ্চের উদ্বোধন বহয়। এর পরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বাসিন্দাদের হাতে কিছু পাট্টা এবং কিষাণ ক্রেডিট কার্ড তুলে দেন। মণিরাম গ্রাম পঞ্চায়েতের পাগলাবস্তিতে একটি বাঁধের কাজ দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর টাকা দেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দেন। তিনি বলেন, “এই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরে একটি মুক্তমঞ্চের দাবি ছিল। দ্রুত কাজ শেষ করে মুক্তমঞ্চের উদ্বোধন করা হবে। এ ছাড়া এই এলাকার মানুষ আরও কিছু সমস্যার কথা জানিয়েছেন। তা পূরণ করা হবে।”

হার ছিনতাই
ফের এক মহিলার হার ছিনতাই করে মোটরবাইকে পালাল দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ির এসএফ রোডে। পুলিশ সূত্রের খবর, ওই মহিলার নাম ললিতা দেবী মিত্তল। বাড়ি হাকিমপাড়ায়। তিনি এসএফ রোডে রিকশায় যাচ্ছিলেন। সেই সময় বাইক চেপে আসা দুই যুবক আচমকা রিকশার সামনে দাঁড়িয়ে পড়ে। মহিলার গলা থেকে সোনার চেন টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পুলিশের টহলদারি ভ্যান বাইকের খোঁজে শহরে তল্লাশি চালায়। দিন কয়েক আগে একই কায়দায় আশ্রম পাড়া ও হায়দারা পাড়া থেকে দুই মহিলার হার ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.