দুষ্কৃতীদের নিজেদের মধ্যে গণ্ডগোলে এক যুবককে গুলি করে খুনের চেষ্টার ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার কচুয়ামোড়-লেকপার্ক এলাকায় শনিবার রাতে ওই ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত।
পুলিশ জানিয়েছে, ওই দিন রাত ৮টা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়েছিল রাম শীল নামে বছর পঁয়ত্রিশের ওই যুবক। সেই সময় বাইকে করে চার জন দুষ্কৃতী এসে তাকে গুলি করে। গুলি লাগে রামের পেটে। রামকে বারাসতের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। তবে রামের বিরুদ্ধেও খুন-সহ নানা অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। কিছুদিন আগে সে জেল থেকে জামিনে ছাড়া পেয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম সমীর রায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, একটি খুনের ঘটনায় ৬ মাস জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পায়। তার পর ৫ কিলোগ্রাম গাঁজা-সহ ফের পুলিশের হাতে ধরা পড়ে। মাস দু’য়েক আগে সে জামিনে ছাড়া পেয়ে এলাকাতেই ছিল। তদন্তে পুলিশ জানতে পেরেছে, গোপনে বেআইনি মদ বিক্রি শুরু করেছিল রাম। এলাকা দখল, তোলাবাজি-সহ নানা ঘটনায় রামের দলের সঙ্গে আর এক দলের বিরোধ ছিল। সেই শত্রুতার জেরেই রামকে খুনের চেষ্টা হয় বলে পুলিশের অনুমান। তাদের মতে স্থানীয় দুষ্কৃতী বলাই এই হামলা চালিয়েছে। পুলিশ জানায়, ধৃত সমীর আগে রামের দলে ছিল। সম্প্রতি সে বলাইয়ের দলে যোগ দেয়। রামের উপরে হামলার দলে সেও ছিল। বলাইকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, মাস দুয়েক আগে বলাইকে ধরা হলেও স্থানীয় কিছু মহিলা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়। তারপরই সে এলাকা ছাড়ে। একটা দলও তৈরি করে। পুলিশ তাকে খুঁজতে থাকায় সে এলাকায় ঢুকতে পারছিল না। রামের ভাগ্নে শান্তনুর কথায়, “মামা আগে মামা অপকর্ম করলেও সম্প্রতি সে সব ছেড়ে দিয়েছিল। পুলিশও তা জানত। কিন্তু তারপরেও হামলা হওয়ায় তারা আতঙ্কিত।”
এলাকার তৃণমূল বিধায়ক ধীমান রায় বলেন, “দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলার পুলিশ সুপারকে বলেছি। থানার ওসি ইতিমধ্যেই দুষ্কৃতীদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিয়েছেন। এলাকায় চোলাইও প্রায় বন্ধ।” তাঁর অভিযোগ, “শনিবারের ঘটনায় যারা জড়িত তারা সিপিএমের মদতে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে।” অভিযোগ অস্বীকার করে অশোকনগের প্রাক্তন বিধায়ক সত্যসেবি করে বলেন, “দুষ্কৃতীদের সঙ্গে কোনওকালেই আমাদের সম্পর্ক ছিল না।” তাঁর পাল্টা দাবি, “এলাকার দুষ্কৃতীরা এখন তৃণমূলের আশ্রিত। কে বা কারা রামকে বেআইনি মদ বিক্রির ব্যবস্থা করে দিয়েছিল তা সকলেই জানেন।” |