আজ অলৌকিক প্রত্যাবর্তনের
মাঠেই দ্রোগবাদের ‘রিয়াল’ পরীক্ষা
চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট আসরে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে দ্রোগবা-স্নাইডারদের গালাতাসারের মুখোমুখি রোনাল্ডো-ওজিলদের রিয়াল মাদ্রিদ। বের্নাবৌতে প্রথম পর্বে ৩-০ জিতে কার্যত সেমিফাইনালের রাস্তা পাকা করে ফেলেছে হোসে মোরিনহোর দল। দ্বিতীয় পর্বে কোনও চমৎকার না ঘটলে আর একটা একতরফা লড়াই দেখবে ফুটবলপ্রেমীরা।
কিন্তু রবিবার ইস্তানবুলে পৌঁছে ‘সিরাগান প্যালেস’-এ রিয়াল তারকারা আরামের ঘুম ঘুমোলেও এখনও অর্ধেক কাজ বাকি আছে বলেই বিশ্বাস তাঁদের শিবিরের। “প্রথম পর্বে জিতলেও আমাদের সতর্ক থাকতে হবে,” বলেছেন রিয়াল গোলকিপার দিয়েগো লোপেজ। কাসিয়াস ফিট হয়ে ওঠার পরেও যাঁকে প্রথম গোলকিপার রেখে দিয়েছেন মোরিনহো, সেই লোপেজ আরও যোগ করেছেন, “আমাদের রক্ষণের উপর মন দিতে হবে। সঙ্গে সুযোগ পেলে গোল করতে হবে।”
ঘরের মাঠে সহজে জিতলেও বিতর্ক পিছু ছাড়েনি রিয়ালকে। সের্জিও র‌্যামোস হলুদ কার্ড দেখে দ্বিতীয় পর্ব থেকে ছিটকে যাওয়ায় স্প্যানিশ প্রচারমাধ্যম সেটাকে ধুরন্ধর মোরিনহোর চাল হিসাবে ব্যাখ্যা করেছে। র‌্যামোস না থাকায় ভারানে-পেপে জুটিকে সেন্ট্রাল ব্যাকে রেখে আর্বেলোয়া ও কোয়েন্ত্রাও-কে নিয়ে ফিরতি ম্যাচে রক্ষণ সাজাবেন মোরিনহো। আক্রমণে রোনাল্ডো থাকলেও তাঁর সঙ্গী কে হবেন বেঞ্জিমা না ইগুয়াইন সেই নিয়েও চিন্তিত রিয়াল কোচ।
মহড়া
ইস্তানবুল পৌঁছে প্রস্তুতি শুরু রোনাল্ডোদের। ছবি: এএফপি
অন্য দিকে প্রথম পর্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে বাদ পড়েছেন চলতি মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বুরাক ইলমাজ। গালাতাসারের টপ ফর্মে থাকা স্ট্রাইকারের অভার ঢাকার বাড়তি চাপ পড়তে চলেছে দ্রোগবার ঘাড়ে। প্রাক্তন চেলসি কোচ মোরিনহোর একদা প্রিয় শিষ্য দ্রোগবাকে আক্রমণে রেখে স্নাইডার এবং আলটিনটপ-কে মাঝমাঠে রাখতে চলেছেন গালাতাসারের প্রবীণ কোচ ফাতি তেরিম। শেষ আট পর্যন্ত এগোলেও এই মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে মাত্র একটা ম্যাচ জিতেছে তেরিমের দল। কোনও স্প্যানিশ দলের বিরুদ্ধে গালাতাসারের শেষ জয় ২০০০-’০১ মরসুমের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই।
অপর দিকে প্রথম পর্বে গালাতাসারেকে হারিয়ে নতুন মাইলফলক তৈরি করে রিয়াল মাদ্রিদ। শেষ তিন বছরে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি (২৩) জয় পাওয়ার শিরোপা অর্জন করেন রোনাল্ডোরা। এই চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ৫৪টা লড়াইয়ের মধ্যে ৪১বার প্রথম পর্ব জিতে দ্বিতীয় পর্বে হারের মুখ দেখেনি রিয়াল। কিন্তু যে শহরে গালাতাসারের বিরুদ্ধে খেলতে চলেছে রিয়াল, সেই ইস্তানবুলেই ২০০৫-এর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে এ সি মিলানের বিরুদ্ধে ০-৩ পিছিয়ে পড়েও ঐতিহাসিক কামব্যাক করে ট্রফি জিতেছিল লিভারপুল। অলৌকিক প্রত্যাবর্তনের মাঠে নামার আগে সে কথা নিশ্চয়ই মাথায় রেখে সতর্ক থাকবেন রোনাল্ডোরা।
মঙ্গলবার রাতের অন্য কোয়ার্টার ফাইনালে বুন্দেশলিগা-র বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি লা লিগা-র মালাগা। ঘরের মাঠে ভাল ফর্মে থাকলেও মাত্র একটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল মালাগা। আবার এ মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত অপরাজিত ডর্টমুন্ড। জার্মানির মাঠে সেই ছবি বদলাবে কি না সময়ই বলবে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.