দেশি-বিদেশি অনেক ক্রিকেটারের কাছেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে রয়েছে আইপিএল। এ বার সেই তালিকায় নাম নাম লেখাতে চান দিল্লি ডেয়ারডেভিলসের ফাস্ট বোলার উমেশ যাদব।
ভারতীয় দলে নিজের জায়গা পাকা করার আগেই চোট-আঘাত ছিটকে দিয়েছে উমেশকে। দেশের মাঠে পুরো মরসুমই প্রায় বসে কাটাতে হয়েছে বিদর্ভের এই ফাস্ট বোলারকে। ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন শুরু। এর পর পেপসি আইপিএলের প্রথম ম্যাচে সফল না হলেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চার উইকেট তুলে নিয়েছিলেন। তা হলে কি আপনি সম্পূর্ণ ফিট হয়ে গিয়েছেন এখন? “এই মুহূর্তে ফিটনেসই সব নয়। ছন্দটা ফিরে পেতে হবে। তা হলেই বলতে পারব আমার ফেরার লড়াই সম্পূর্ণ হয়েছে। আইপিএলটা খুব ভাল সময় এসেছে আমার জন্য। এখানে বেশ কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাব। শরীর কতটা ধকল নিতে পারবে, সেটা বোঝা যাবে। স্পিডও কত তুলতে পারব, দেখতে হবে।”
রাজস্থানের বিরুদ্ধে চার উইকেট নেওয়ার পর কী মনে হচ্ছে? উমেশের জবাব, “চার মাস মাঠের বাইরে ছিলাম আমি। উইকেট নিলে স্বাভাবিক ভাবে আত্মবিশ্বাস বেড়ে যায়। তবে নিজের উপর বেশি চাপ দিলে চলবে না। সামনে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি আছে।” উমেশের কথায় পরিষ্কার, ইংল্যান্ডে সীমিত ওভারের টুর্নামেন্টকেই ভারতীয় দলে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি।
বাইরে বসে ভারতের দুটো সিরিজ দেখতে হয়েছে উমেশকে। ব্যাপারটা যে কতটা যন্ত্রণার, বলছিলেন। “ঘরের মাঠে দুটো সিরিজের জন্য প্রস্তুত হচ্ছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে একটা ম্যাচে পাঁচ উইকেটও নিয়েছিলাম। আমদাবাদ টেস্টটাও ভালই গেল। কিন্তু তারপর চোট পেয়ে গেলাম।”
দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর টি এ শেখর বলছিলেন, “একবার চোট পেলে ব্যাপারটা সব সময় মাথায় ঘুরতে থাকে। ঠিকঠাক রিহ্যাব দরকার পড়ে। কোচকেও দেখতে হয়, যেন বোলারদের উপর অতিরিক্ত চাপ না পড়ে। উমেশ জানে, ও ঠিক লোকের হাতেই পড়েছে এখন।”
|
জামিন পেলেন ওয়েন পার্নেল। এ বার সম্ভবত পুনে ওয়ারিয়র্সের হয়ে নামতে পারবেন আইপিএলে। গত বছর এক পার্টি থেকে তাঁকে মাদক সেবনের দায়ে আটক করেছিল মুম্বই পুলিস। পরে পরীক্ষা করে দেখা যায় সত্যিই তিনি মাদক নিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন পুনে ওয়ারিয়র্সের আর এক ক্রিকেটার রাহুল শর্মাও। তিনিও সেই পার্টিতে মাদক নেন। রাহুল আগেই জামিন পেয়েছেন। ফলে আইপিএলে খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সবুজ সঙ্কেতও পেয়েছেন তিনি। কিন্তু পার্নেল এত দিন জামিন পাননি। এ বার যখন পেলেন, তখন আশা করা যায়, বোর্ডের ছাড়পত্র পেয়ে আইপিএলে খেলতে পারবেন। |