জিভে জল আনা যুদ্ধের সব মশলাই রয়েছে। মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন-পন্টিং আর সহবাগ-ওয়ার্নার ওপেনিং জুটির লড়াইটাই অবশ্য ইউএসপি। যতই সচিনদের হোম ম্যাচ অ্যাডভান্টেজ থাকুক না কেন, দু’ম্যাচ পর রাক্ষুসে খিদে নিয়ে সহবাগ হাতের সুখের সুযোগ ছাড়বেন? সচিনও তো মরিয়া। এতটাই যে চেন্নাই ম্যাচে প্রথম বলে আউট হয়ে মাঠেই মেজাজই হারিয়ে ফেলেছিলেন। তাঁর আড়াই দশকের কেরিয়ারে যা বিরলতম। পন্টিং বিগ ব্যাশের মতো আইপিএলেও ছড়ি ঘোরানোর সুযোগ খুঁজছেন। তাই মঙ্গলবার ওয়াংখেড়ের লড়াইকে ‘ব্যাটল অব ওপেনারস’ বলাই যায়। আবার এই ম্যাচেই নামতে পারেন লসিথ মালিঙ্গা, ইঙ্গিত দিয়েছে মুম্বই শিবির। |
দিল্লির চোখ আটকে সহবাগের ফিটনেস রিপোর্টের উপর। সোমবার নেটে প্র্যাকটিসও করেছেন বীরু। কিন্তু মঙ্গলবার মাঠে নামবেন কি না এখনই দিল্লি শিবির স্পষ্ট করে কিছু জানায়নি। দিল্লির পেসার ইরফান পাঠান বলে দিলেন, “সহবাগ প্র্যাকটিস করেছে। তবে, এই ম্যাচে মাঠে নামবে কি না মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে।” পাশাপাশি ইরফান আরও বলেন, “আমরা ক্ষমতা অনুযায়ী এখনও খেলতে পারিনি। প্রচুর ভুল করেছি। তবে, ভুল করলেও জেতার কাছাকাছি পৌঁছতে পেরেছি। এক বার ছন্দে চলে এলে আমাদের হারানো সহজ হবে না।”
বীরুর অভাব তো দিল্লির ছিলই। মিডল অর্ডারে জেসি রাইডার, কেভিন পিটারসেনের মতো ব্যাটসম্যানদের না-থাকাটাও দিল্লিকে ভোগাচ্ছে। দু’ম্যাচে হারের পিছনে যেটা অন্যতম বড় কারণ। পিটারসেনদের অভাব তরুণ ক্রিকেটাররা কত দ্রুত পূরণ করতে পারেন সেটাই এখন বড় চিন্তা দিল্লির। ইরফানদের দল ভারী করতে সোমবারই উড়ে আসছেন দক্ষিণ আফ্রিকার পেসার মর্নি মর্কেল। যদিও তিনি এই ম্যাচে নামবেন কি না এখনও কিছু বলা যাচ্ছে না। “মর্কেল আজই যোগ দিচ্ছেন। তবে কালই মাঠে নামবে কি না সেটা দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর কী অবস্থায় থাকে তার উপর নির্ভর করবে,” বললেন ইরফান।
সচিনদের যুদ্ধক্ষেত্রের প্রায় হাজার মাইল দূরে আবার অন্য স্ক্রিপ্ট। ক্রিস গেইলের রয়্যাল চ্যালেঞ্জার্স আর এখনও পর্যন্ত অপরাজিত সানরাইজার্স হায়দরাবাদের লড়াই। রবিবার উপ্পলে হারের বদলা নিতে গেইল প্রচণ্ড ক্ষুধার্ত।
|