|
|
|
|
খাদ্য দফতরে গোলাপ দিয়ে কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জঙ্গলমহলের বিপিএল গ্রাহকদের রেশনে বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার খাদ্য দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। দলীয় কর্মী-সমর্থকেরা গাঁধীগিরির পথে হেঁটে জেলা খাদ্য নিয়ামক পার্থপ্রতিম রায়ের হাতে গোলাপ ফুল তুলে দেন এ দিন। ফের বরাদ্দ বাড়ানোর দাবি জানান তাঁরা। দলের জেলা নেতা অনিল শিকারিয়া বলেন, “খাদ্য দফতর বিভিন্ন প্রকল্পের জন্য সভা ডেকে পরিকল্পনা করে। ব্যাপক প্রচার করে। কিন্তু, শেষমেশ বাস্তবায়ন করতে পারে না। জঙ্গলমহলে যে ভাবে বরাদ্দ কমানো হয়েছে, তা অন্যায়। এর ফলে গরিব মানুষ সমস্যায় পড়বে।” |
|
খাদ্য নিয়ামকের হাতে গোলাপ তুলে দিয়ে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের। |
সম্প্রতি, রাজ্য সরকার এক নির্দেশিকা জারি করে বিপিএল তালিকাভুক্তদের ক্ষেত্রে ইউনিট প্রতি (অপ্রাপ্তবয়স্ক পিছু এক ইউনিট) ২ টাকা দরে ১ কেজি চাল ও অন্তোদয়ের জন্য ২ টাকা কেজি দরে ১ কেজি ২৫০ গ্রাম চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অথচ, আগে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষকে সপ্তাহে ২ টাকা কেজি দরে ২ কেজি চাল ও অপ্রাপ্তদের ২ টাকা কেজি দরে ১ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাঁরা মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্প তালিকায় ঠাঁই পেয়েছেন তাঁদের ক্ষেত্রে বরাদ্দ কমছে না। তাঁরা ২ টাকা কেজি দরে ২ কেজি করেই চাল পাবেন। এ ভাবে আচমকা বিপিএল গ্রাহকদের বরাদ্দ কমিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার খাদ্য দফতরের সামনে বিক্ষোভ করে কংগ্রেস। জেলা খাদ্য নিয়ামকের কাছে ডেপুটেশনও দেওয়া হয়।
কংগ্রেসের বক্তব্য, নতুন সরকার ক্ষমতায় এসে জঙ্গলমহলের গরিব মানুষদের চিহ্নিত করে ২ টাকা কেজি দরে চাল দেওয়ার কথা ঘোষণা করেছিল। প্রায় দু’বছর পেরিয়ে গেলেও এখনও কয়েক হাজার কার্ড বিলি হয়নি। দলের অভিযোগ, এ জেলায় সহায়ক মূল্যে ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। কৃষকেরা অভাবি বিক্রি করতে বাধ্য হয়েছে। অনিলবাবুর কটাক্ষ, “জঙ্গলমহল হাসছে। তাই রেশনে বরাদ্দ কমছে! আমাদের দুর্ভাগ্য, খাদ্য দফতর একটি মিথ্যা প্রতিশ্রুতির দফতরে পরিণত হয়েছে।”
দাবি খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা না-হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। ওই কংগ্রেস নেতার কথায়, “আমরা জেলা খাদ্য নিয়ামকের হাতে গোলাপ ফুল তুলে দিয়েছি। আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন হবে।” |
|
|
|
|
|