এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে গত বৃহস্পতিবার কালো ব্যাজ পরে স্কুলে এসেছিলেন শিক্ষকেরা। যার প্রতিবাদে সোমবার শিক্ষকদেরই ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল নেতারা। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতার নওপাড়া হাইস্কুলে।
স্কুল ও স্থানীয় সূত্রের খবর, স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস ধাওয়ার নেতৃত্বেই বেশ কয়েক জন শিক্ষক কালো ব্যাজ করে ক্লাস নিয়েছিলেন। তৃণমূলের দাবি, কালো ব্যাজ পরানো হয় পড়ুয়াদেরও। খবর পেয়ে পর দিনই অভিভাবকদের সঙ্গে নিয়ে স্কুলে হাজির হন তৃণমূলের স্থানীয় কিছু নেতা-কর্মী। কিন্তু ওই দিন প্রধান শিক্ষক স্কুলে না-আসায় তাঁরা ফিরে যান। |
কালো ব্যাজ পরলেন কেন, প্রশ্ন প্রধান শিক্ষককে। ছবি: সুব্রত জানা। |
সোমবার ফের স্কুলে হাজির হয়ে সকাল ১১টা থেকে প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকদের ঘেরাও করে তৃণমূল। প্রায় দু’ঘণ্টা এই পরিস্থিতি চলে। কর্মসূচির নেতৃত্বে থাকা আমতা ২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা অরবিন্দ হাজরা বলেন, “স্কুলে আমরা রাজনীতি করতে দেব না। সিপিএম শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত প্রধান শিক্ষক-সহ অন্যান্য শিক্ষকেরা স্কুলের ভিতরে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচি পালন না-করলেই পারতেন। ছাত্রদেরও কালো ব্যাজ পরিয়ে যে ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত করা হল, আমরা তার প্রতিবাদ করতে এসেছি।”
স্কুল পরিচালন সমিতির সম্পাদক তথা স্থানীয় সিপিএম নেতা অজিত রায় বলেন, “কিছু শিক্ষক কালো ব্যাজ পরেছিলেন ঠিকই। কিন্তু ছাত্রদের ব্যাজ পরানো হয়নি।” এ দিন গোলমালের খবর পেয়ে স্কুলে আসেন অজিতবাবু। তিনি বলেন, “আমি অভিভাবকদের জানাই, ছাত্রদের যদি জোর করে ব্যাজ পরানো হয়, সে কথা যেন তাঁরা পরিচালন সমিতিতে লিখিত ভাবে জানান। আলোচনা করে পরবর্তীকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এরপরেই ঘেরাও ওঠে।” প্রধান শিক্ষকের মোবাইল বন্ধ থাকায় বার বার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। |