মন্তেশ্বরের স্কুলে অসুস্থ আট পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • মন্তেশ্বর |
স্কুলেই অসুস্থ হয়ে পড়ল আট পড়ুয়া। সোমবার মন্তেশ্বরের ভাগরামূল পঞ্চায়েত এলাকার সিজনাউজনা পঞ্চপাড়া উচ্চবিদ্যালয়ের ঘটনা। অসুস্থ ছাত্রীদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে সেখান থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বর্তমানে সুস্থ আছে তারা। ছাত্রীরা জানায়, এ দিন স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্রী এক ধরনের আঠানো ফল টিফিনের সময় নিয়ে এসে কয়েকজন বান্ধবীকে দেয়। ওই ফল খাওয়ার পরেই ক্লাসের সুস্মিতা ভট্টাচার্য, দেবশ্রী দাস, পিঙ্কি খাতুন, নার্গিস পারভিন, শিপ্রা ঘোষ-সহ আট জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মাথায় ব্যথ্য, বমি ইত্যাদি উপসর্গ দেখা যায়। স্কুলের প্রধান শিক্ষক বীরবল মণ্ডল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ছাত্রীদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মহকুমা স্কুল পরিদর্শক বিথীকা ভট্টাচার্য বলেন, “অসুস্থ ছাত্রীদের খোঁজখবর নেওয়া হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে ছাত্রী ওই ফল এনেছিল তার সঙ্গে কথা বলতে।” |
পুড়ে মৃত্যু তরুণীর
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
পুড়ে মৃত্যু হল এক উচ্চমাধমিক পরীক্ষার্থীর। তাঁর নাম সাবিনা খাতুন (১৮)। বাড়ি পূর্বস্থলী কাষ্ঠশালী গ্রামে। পুলিশ জানায়, রবিবার দুপুরে রান্না করতে গিয়ে জ্বলন্ত স্টোভ থেকে তাঁর পোশাকে আগুন ধরে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির। তাঁর নাম সুজিত ভকত (৩১)। পেশায় ব্যবসায়ী সুজিতবাবু ভাতছালার বাসিন্দা। রবিবার বিকেলে রাধারানি স্টেডিয়ামের একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর দেহ উদ্ধার করেন। পুলিশ দেহটির ময়নাতদন্ত করিয়েছে। |