বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের কর্মসমিতির তিন পদাধিকারীর সদস্যপদ খারিজ করলেন রেজিষ্ট্রার শ্রীপতি মুখোপাধ্যায়। তাঁরা হলেন ছাত্র সংসদের সভাপতি নির্ভীক বন্দ্যোপাধ্যায়, সংস্কৃতির সম্পাদক সন্তু ক্ষেত্রপাল ও ক্রীড়া সম্পাদাক রাকিবুল শেখ। প্রায় বছরখানেক এঁরা এই পদে ছিলেন।
রেজিষ্ট্রার বলেন, “২০দিন আগে রাজ্য উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যান সুগত মারজিতের নির্দেশে বর্ধমান বিশ্ববিদ্যালয় ও তার অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া হয়। বলা হয়, আগামী ছ’মাস যাঁরা নির্বাচিত হয়ে সংসদ গঠন করেছেন, তাঁরাই তা চালাবেন। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সংবিধানের ৯ (১১১) ধারা অনুসারে পদাধিকারীরা যদি পরে অন্য কোনও বিভাগে ভর্তি হন, তা’হলে তাঁরা আর নিজেদের পুরনো পদে থাকতে পারবেন না। ওই তিনজন এমএ বা এমএসসি পাশ করার পরে কেউ আইন বিভাগ বা কেউ জন সংযোগ বিভাগে ভর্তি হয়েছেন। তাই এঁদের পদাধিকার খারিজ করে দেওয়া হয়েছে।”
এ দিনই রেজিস্ট্রারের তরফে একটি নির্দেশিকা জারি করে ওই তিন জনের সদস্যপদ খারিজের কথা জানিয়ে কলা বিভাগের সচিব কল্যাণ মুখোপাধ্যায়ের তরফে সব ক’টি দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশিকা অনুযায়ী, এই তিন জন আর ছাত্র সংসদের কোনও কাজেই যোগ দিতে পারবেন না।
তবে ওই তিন ছাত্রের বক্তব্য, ছাত্র সংসদের সংবিধানের ৯(১১১) ধারা সম্পর্কে তাঁদের বিশেষ কিছু জানা নেই। তাঁদের দাবি, বেআইনি ভাবে তাঁদের সদস্যপদ খারিজ করা হয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ জানাবেন। |