নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
খনিতে কাজের প্রয়োজনীয় পরিবেশ না থাকার অভিযোগ তুলে লোয়ার কেন্দা ৪ নম্বর পিটে দু’ঘণ্টা উত্পাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন খনিকর্মীরা। সোমবার কেকেএসসি ও জামুড়িয়া ব্লক ২ যুব তৃণমূলের যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ হয়। ব্লক ২ যুব সভাপতি গোপীনাথ পাত্রের অভিযোগ, এই কোলিয়ারির তিনটি খনি আছে। তবে খনিকর্মীদের কাজ করার প্রয়োজনীয় পরিবেশ নেই। মুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। সুরক্ষাজনিত জুতো, টুপি সরবরাহও দীর্ঘদিন ধরে বন্ধ বলে তাঁর অভিযোগ। বিক্ষোভকারীরা জানান, ৪ নম্বর খনি এলাকা থেকে ট্রাফিক পাড়া পর্যন্ত রাস্তা বেহাল। ৬ নম্বর খনির ভূগর্ভে নামার ডুলির ইঞ্জিনও বিকল হয়ে গিয়েছে। ৭ নম্বর খনিতে নেমে ঘুরপথে তিন কিলোমিটার বেশি হেঁটে কর্মীদের ৬ নম্বর খনিতে যেতে হচ্ছে। খোলা মুখ খনি থেকে পরিশোধন না করেই খনি আবাসনে জল পাঠানো হচ্ছে। নিয়মিত নর্দমা পরিষ্কার করা হচ্ছে না বলেও তাঁদের দাবি। খনি কর্তৃপক্ষ জানান, দাবিগুলি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ দিনই কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়ায় সব রকম চিকিত্সাজনিত সুযোগ সুবিধা দিতে হবে খনি কর্মীকে, এমন দাবি তুলে রানিগঞ্জের জেকে নগর প্রজেক্টে কোলিয়ারিতেও উত্পাদন দু’ঘণ্টা বন্ধ রেখে বিক্ষোভ দেখাল আইএনটিইউসি। ইসিএলকে ক্ষতিপূরণ দিতে হবে বলেও তাঁরা দাবি করেন। সংগঠনের নেতা বাবলু সিংহ জানান, ৩ এপ্রিল ভূগর্ভে কাজ করার সময় রামজী রাউতের মস্তিস্কে রক্তক্ষরণ হয়। তাঁকে কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ তাঁর সমস্ত দায়িত্ব নিতে নারাজ বলে আইএনটিইউসি’র অভিযোগ। তাঁরা দাবি করেছেন, কর্মরত অবস্থায় অসুস্থ হওয়ার জন্য সংস্থার বিধিতে যা সুযোগ রয়েছে, তা দিতে হবে।
বেআইনি নির্মাণের অভিযোগ। ক্লাবের মাঠ দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে রানিগঞ্জের উদয় সঙ্ঘ নামে এক ক্লাবের বিরুদ্ধে। সোমবার রানিগঞ্জের সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন রানিগঞ্জ পুরভবনে এই নিয়ে বিক্ষোভ দেখায়। পুরপ্রধান অনুপ মিত্রের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়।
অনুপবাবু জানান, ওই ক্লাব নকশা বহির্ভূতভাবে কাজ করছে বলে অভিযোগ এসেছে। কাজ বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি। তবে উদয় সঙ্ঘের পক্ষে জানানো হয় তাঁরা কোনও বেআইনি কাজ করছে না। |