তোলাবাজি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনল দলেরই আরেক গোষ্ঠী। সোমবার জামুড়িয়ার খাস কেন্দা এলাকায় সঞ্জীবকুমার মোদী ও গোপীনাথ পাত্রের দুই গোষ্ঠীর মধ্যে ঘটনাটি ঘটে। খাস কেন্দা কারখানা পাড়ার কেবল অপারেটর সঞ্জীবকুমার মোদীর অভিযোগ, দিন পনেরো আগে কেবল লাইন চালাতে গেলে ৩০ হাজার টাকা দেওয়ার দাবি করেন গোপীনাথবাবু। তিনি দিতে না চাইলে উমেশ হজমের নামে একজনের সঙ্গে দেখা করতে বলেন। সঞ্জীববাবুর কথায়, “দশদিন আগে উমেশ আমাদের কেবল লাইন থেকে ১০০টি পয়েন্ট তপন রক্ষিতকে দিয়ে দিতে বলেন। তা না হলে ৩০ হাজার টাকা দিতেই হবে বলে তিনি জানিয়ে দেন।” তিনি জানান, টাকা দিতে অস্বীকার করলে উমেশ সেদিনকার মতো হুমকি দিয়ে চলে যায়। এরপরে সোমবার দুপুরে তপন রক্ষিত, উমেশ হজম পঞ্চাশ-ষাট দুষ্কৃতীকে নিয়ে তাঁর কেবল রুমে চড়াও হয় বলে। অনেকের হাতে বোমা ও পিস্তল ছিল বলে দাবি তাঁর। সঞ্জীববাবুর দাবি, দুষ্কৃতীদের আসতে দেখেই তিনি এলাকা ছেড়ে পালান। তিনি কেন্দা ফাঁড়িতে লিখিত করেছেন। তবে গোপীনাথবাবুর কথায়, “সঞ্জীবের মতো অনেকেই সিপিএম ছেড়ে আমাদের দলে আশ্রয় নিয়েছে।” |
পরীক্ষার্থী পুলিশ হেফাজতে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ধৃত ভুয়ো পরীক্ষার্থীকে তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার দুর্গাপুরে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা দিতে দুর্গাপুরে আসা মণীন্দ্র কুমারকে গ্রেফতার করে পুলিশ। উপযুক্ত প্রমাণপত্র ছাড়া ঘর ভাড়া দেওয়ার অভিযোগে মনীন্দ্র যে হোটেলে উঠেছিল তার ম্যানেজার চন্দন দাসকে ধরা হয়েছে বলে জানান এডিসিপি (পূর্ব) সুনীল যাদব। পুলিশ জানিয়েছে, মণীন্দ্র খড়্গপুর আইআইটি-র দ্বিতীয় বর্ষের ছাত্র। বাড়ি বিহারের নালন্দায়। সেখানকার পরীক্ষার্থী অভিষেক কুমারের হয়ে সে রবিবার দুর্গাপুরের হেমশিলা মডেল স্কুলে পরীক্ষায় বসেছিল বলে অভিযোগ। বিহারের একটি কেন্দ্রে অভিষেক প্রশিক্ষণ নিতেন। অভিযোগ, সেখানকার কর্ণধার রাজীব রঞ্জন অর্থের বিনিময়ে তাকে সাফল্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনিই দু’লক্ষ টাকার বিনিময়ে মণীন্দ্রকে অভিষেকের জায়গায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। এ জন্য মণীন্দ্র নেয় ৮০ হাজার টাকা। দু’জনের মুখের মিল থাকায় পরীক্ষা হলের দায়িত্বে থাকা আধিকারিক বিষয়টি ধরতে পারেননি। তবে পুলিশ গিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে মণীন্দ্রকে গ্রেফতার করে। |
দুর্গাপুর
এমটিএস বঙ্গ উত্সবের প্রথম রাউন্ড। নবারুণ সেলিব্রেশন হল। দুপুর ১২টা।
রূপনারায়ণপুর
বইমেলা। ডাবর মোড়। পশ্চিম রাঙামাটিয়া ইয়ুথ ক্লাব।
আসানসোল
ফুটবল প্রতিযোগিতা। রেলপাড় দুর্গামন্দির মাঠ। বিকাল ৩টা। রেলপাড় ইউসি। |