চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
জেলা হাসপাতালের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে এবারে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। রবিবার সাংবাদিক সম্মেলনে চিকিৎসকদের সংগঠন আইএমএ’র তরফে অভিযোগ তোলা হয়, হাসপাতালের চিকিৎসকদের একাংশ প্রায়ই সঠিক সময়ে বহির্বিভাগে হাজির হচ্ছেন না। পাশাপাশি, তাঁরা সঠিক সময়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রাউন্ডেও যাচ্ছেন না। আইএমএ’র রায়গঞ্জ শহর শাখার সম্পাদক অনুপম সাহা বলেন, “কয়েকজন চিকিৎসকের জন্য গোটা চিকিৎসক মহলের সুনাম নষ্ট হচ্ছে। কর্তব্যে গাফিলতির দায়ে আমরা কয়েকজন চিকিৎসককে চিহ্নিত করেছি। তাঁরা অবিলম্বে নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন না হলে সংগঠনের তরফে তাঁদের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য দফতরে অভিযোগ জানানো হবে। প্রয়োজনে তাঁদেরকে সংগঠন থেকেও বহিস্কার করার সিদ্ধান্ত নেওয়া হবে।” বিষয়টি নিয়ে রায়গঞ্জ হাসপাতালের সুপার অরবিন্দ তান্ত্রি বলেন, “হাসপাতালের তরফে সমস্ত চিকিৎসককে সঠিক সময়ে বহির্বিভাগে হাজির হওয়ার পাশাপাশি রাউন্ডে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এদিন আইএমএ’র এক প্রতিনিধি দল হাসপাতালে চিকিসাধীন প্রায় ৩০০ জন রোগীদের মধ্যে ফল, মিষ্টি ও কেক বিলি করেন।
|
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। নাম কনেজা বিবি (৫০)। উত্তেজিত জনতা খড়গ্রামের ওই হাসপাতালে বিক্ষোভ দেখান। মৃতার পরিবারের অভিযোগ, অ্যাপেন্ডিসাইডিসের অপারেশনের জন্য কনেজা ভর্তি হন। কিন্তু ভুল চিকিৎসায় তিনি মারা যান। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “অভিযোগ পেয়েছি। মহকুমার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেডিক্যাল বোর্ড গঠন করে আজ, সোমবার থেকে তদন্ত শুরু করবেন।”
|
|
বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রদর্শনীতে।—নিজস্ব চিত্র। |
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সচেতনতা: দিনভর নানা অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন। |
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রবিবার দিনভর শহরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নিখরচায় রক্তচাপ এবং রক্তে শর্করার পরিমাণ মাপার জন্য একাধিক ক্যাম্প ছিল নানা প্রান্তে। ছিল স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনাচক্রও। এ বারে বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন। এ নিয়ে সচেতনতা তৈরিতে একাধিক পদযাত্রারও আয়োজন করা হয়।
|
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল মধ্য হাওড়ার সরস্বতী ক্লাব। রবিবার ক্লাব প্রাঙ্গণে এই শিবির হয়। সহায়তায় ছিল কয়েকটি বেসরকারি হাসপাতাল। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চিকিৎসক। উদ্যোক্তারা জানিয়েছেন, বছরভর নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকেন তাঁরা। ২০০৬ সাল থেকে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসছেন। এ দিন শিবিরে প্রায় ২০০ জনের চিকিৎসা করা হয়।
|
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে নিখরচায় চিকিৎসা শিবিরের আয়োজন করল শিলিগুড়ির ক্ষণিক সঙ্ঘ। রবিবার শিলিগুড়ির উত্তর ভারতনগরে ক্লাবের মাঠে শিবির করে বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা হয়। ছিলেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। রুদ্রবাবু ও অন্য চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করেন। নিখরচায় ওষুধও বিলি হয়। অন্তত ৪০০ জন রোগী পরিষেবা পেয়েছেন। চোখ পরীক্ষা করান ১৬৬ জন।
|
|
শনিবার, বিশ্ব স্বাস্থ্য দিবসে দুর্গাপুরের বিধাননগরে মিছিল করলেন কলেজ পড়ুয়ারা। |
|