টুকরো খবর
পূর্ত দফতরের জমির দখল নিয়ে বিবাদ বাম-তৃণমূলে
পূর্ত দফতরের জমি দখল করা নিয়ে সিপিএম এবং তৃণমূল সমর্থকদের দুটি গোষ্ঠীর মধ্যে গোলমাল শুরু হয়েছে। রবিবার আলিপুরদুয়ারের লিচুতলা পূর্ত দফতরের জমিতে বিবেকানন্দের মূর্তি বসাতে ভিত্তিপ্রস্তরের কাজ শুরু করে একপক্ষ। অপর পক্ষ সিপিএমের সমর্থকেরা তা ভেঙে দেয় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রধান মীরা সেনের দাবি, জায়গাটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাজার কমিটির দখলে রয়েছে। পঞ্চায়েতের তরফে সেখানে বাজার সম্প্রসারণে পরিকল্পনা রয়েছে। বিবেকানন্দের মূর্তি স্থাপন কমিটি গড়ে রাতারাতি জায়গাটি তৃণমূলের কিছু সমর্থক দখল করতে চাইছে বলে অভিযোগ। পূর্ত দফতরের কার্যনির্বাহী বাস্তুকার তাপস সাহা বলেন, ‘‘ফাঁকা জায়গায় বিবেকানন্দের মূর্তি বসাতে একটি সংগঠন আবেদন করেছিল। কাউকেই অনুমতি দেওয়া হয়নি।” আলিপুরদুয়ার থানার আইসি মলয় মজুমদার জানান, বিবেকানন্দের মূর্তি বসানো নিয়ে সমস্যা হয়েছে। স্থানীয় বাজার কমিটি, বিবেকানন্দ মূর্তি স্থাপন কমিটি এবং প্রধানকে নিয়ে কথাও হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে। স্থানীয় তৃণমূল নেতা সূর্য দত্তর দাবি, “কমিটি গড়ে পূর্ত দফতরে চিঠি দিয়ে মূর্তি বসাতে অনুমতি চাওয়া হয়েছিল। সিপিএমের কিছু লোক দু এক জন ব্যবসায়ীকে নিয়ে এসে মূর্তি বসানোর কাজ ভেঙে দেয়।” বাজার কমিটির তরফে জানানো হয়, কিছু যুবক ওই জায়গা দখলে নিতে চাইছেন। পুলিশে অভিযোগ জানানো হয়েছে।

চোরাই গাড়ি ধরল পুলিশ
সংবাদমাধ্যমের স্টিকার সেঁটে গাড়ি পাচারের সময় ধরে ফেলল পুলিশ। শনিবার রাতে দিল্লি থেকে মণিপুর যাওয়ার পথে ডুয়ার্সের নিমতি এলাকায় ধরা পড়ল আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সাথে যুক্ত দুই ব্যক্তি। পুলিশ জানায়, শনিবার রাত ১০ টা নাগাদ ৩১ নম্বর জাতীয় সড়কে চেকপোস্টে একটি গাড়িতে বৈদুতিন সংবাদমাধ্যমের স্টিকার লাগানো দেখে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। জেরার জন্য গাড়িটি আটক করলে আরোহীরা পরিচয়পত্র দেখাতে পারেননি। উল্টে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের নাম নাংবাং অনিল কুমার ও বান্দুয়াং জাম হাম্পাল সিংহ।

সাংবাদিককে মার, নালিশ
সাংবাদিককে মারধর করে ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে কুমারগ্রামের বিডিও-র শিলাদিত্য চক্রবর্তীর বিরুদ্ধে। রবিবার দুপুরে কুমারগ্রামে বিডিও আবাসনে ঘটনাটি ঘটেছে। দুই পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেন। নিগৃহীত সাংবাদিকের নাম উজ্জ্বল বড়াল। অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেছেন, “ওই সাংবাদিক বিডিও-র বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করেছে। অন্য দিকে, বিডিও-র তরফে পাল্টা অভিযোগ করা হয়, বিনা অনুমতিতে তাঁর আবাসনে ঢুকে ওই সাংবাদিক হামলা চালিয়েছেন। তদন্ত চলছে।” জেলাশাসক স্মারকি মহাপাত্র জানান, মহকুমা শাসককে দ্রুত তদন্ত করে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

কাছের কলেজে প্রশিক্ষণের উদ্যোগ
ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে শিলিগুড়ির ১৩৩ জন শিক্ষক-শিক্ষিকাকে দার্জিলিঙের শ্রীরামকৃষ্ণ বিটি কলেজে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছিল। শিক্ষক-শিক্ষিকাদের একাংশ সমতলে শিলিগুড়িতেই সেই ব্যবস্থা করে দিতে দাবি জানানোয় শিবমন্দির বিএড কলেজ এবং ফাঁসিদেওয়া বিএড কলেজে ভর্তি ব্যবস্থা করতে উদ্যোগী প্রাথমিক বিদ্যালয় সংসদ। সেই মতো ওই শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দিলে তাদের অনেকেই রবিবার ওই দুটি কলেজে গিয়ে ভর্তির আবেদন করেন। প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সমর চক্রবর্তী বলেন, “পাহাড়ে যাদের সমস্যা রয়েছে শিলিগুড়ির দুটি বিএড কলেজে তাদের ভর্তির ব্যবস্থা করতে চেষ্টা করা হচ্ছে।”

মন্দিরে চুরি করে পালাল দুষ্কৃতীরা
গ্রিলের তালা ভেঙে কালী মন্দিরের সোনা ও রূপোর গয়না, বাসনপত্র হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে কুমারগ্রামের পাগলাহাট এলাকায়। মন্দিরের পুরোহিত জানান, দুষ্কৃতীরা প্রায় চার লক্ষ টাকার সামগ্রী লুঠ করেছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” পুলিশ জানায়, দুষ্কৃতীরা মন্দির থেকে প্রতিমার তিন ভরি সোনা, দেড় কেজি রূপোর গয়না হাতানোর পরে প্রনামী বাক্স ভাঙে। সেখান থেকে ২০ হাজার টাকা নেয়। নিয়ে যায় পুজার বাসন পত্র। মন্দির কমিটির সম্পাদক ভূষণকুমার দাস বলেন, “দেড়শো বছরের পুরনো ওই মন্দিরে কুড়ি বছর আগে একবার চুরির চেষ্টা হয়। এ বার দুষ্কৃতীরা সবকিছু নিয়ে গিয়েছে।”

পুড়ল ছ’টি বাড়ি
আগুন লেগে পুড়ে গেল ছ’টি বাড়ি। রবিবার সকালে ঘটনাটি ঘটে খড়িবাড়ির প্রেতাজোতে। মাটিগাড়া থেকে দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্বে আনে। দমকল সূত্রের খবর, একটি বাড়ির রান্নাঘর থেকে আগুন লাগে। বেশিরভাগ টিন ও পাটশোলার বাড়ি হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। মাটিগাড়া থেকে খড়িবাড়ির দূরত্ব বেশি হওয়ায় দমকল পৌঁছতে দেরি হয়। ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভ দেখিয়ে এলাকায় একটি দমকল কেন্দ্রের দাবি করেছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.