সহকর্মীকে মারধরের অভিযোগ তুলে রবিবার জলপাইগুড়ি-হলদিবাড়ি রুটে বেসরকারি বাস কর্মীরা কর্মবিরতি পালন করলেন। ওই ঘটনার জেরে এ দিন বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।
বাস কর্মীদের অভিযোগ, শনিবার রাতে এক পিকআপ ভ্যানের চালক কয়েক জনকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ি-হলদিবাড়ির রুটের নেন্দাউল হক নামে এক বেসরকারি বাস কর্মীকে মারধর করে। জখম বাস কর্মীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিহিউসি প্রভাবিত বাস কর্মী সংগঠনের তরফে পুলিশে ছয় জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। আইএনটিটিহিউসির হলদিবাড়ি শাখা কমিটি যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, “অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত কর্মীরা কাজে যোগ দেবেন না।” পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “অভিযুক্তদের খোঁজ চলছে।” বাস কর্মীদের সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। ওই দিন পিকআপ ভ্যানে যাত্রী তোলা হলে বাস কর্মীরা আপত্তি জানান। পিকআপ ভ্যানটি চলে যায়। এর পরে বেসরকারি বাসটি জলপাইগুড়ি থেকে হলদিবাড়ির দিকে রওনা দেয়। অভিযোগ, বেরুবাড়ির কাছে পৌঁছলে পিক আপ ভ্যানের চালক দলবল নিয়ে বাসটিকে দাঁড় করায়। যাত্রীদের নামিয়ে দিয়ে গভীর রাত পর্যন্ত বাস আটকে রাখে তারা। শনিবার ফের বাস আটকে খালাসিকে মারধর করা হয়। ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে বাস কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মারধরের প্রতিবাদে তাঁরা রবিবার থেকে কর্ম বিরতির ডাক দেন।
|