শব দাহ করে ম্যাটাডরে ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচ শবযাত্রীর। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বারুইপুর সড়কে ক্যানিংয়ের ধলিরবাটির কাছে। পুলিশ জানিয়েছে, ১৫ জন শবযাত্রী-সহ ম্যাটাডরটি ক্যানিংয়ে ফিরছিল। রাস্তায় একটি মোটরবাইককে ওভারটেক করতে গিয়ে ম্যাটাডরটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইকটিকে ধাক্কা মারে ও তারপর একটি গাছে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যায় চার শবযাত্রী। দুই বাইক আরোহী-সহ গুরুতর আহত হন ১৮ জন। সকলকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যান ৪ জন। একজনের মৃত্যু হয় কলকাতার হাসপাতালে। |
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌদামিনী সর্দার(৫২), লিপিকা সাঁপুই (৫০), মনোরঞ্জন মণ্ডল(৪৭), রবীন মণ্ডল (৫০) ও নিত্যানন্দ মণ্ডল (৫২) । মৃতদের মধ্যে চার জনের বাড়ি ক্যানিংয়ের নিকারিঘাটা এলাকার হিনচাখালি এলাকায়। একজনের বাড়ি বাসন্তীর মোকামবেড়িয়ায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পশ্চিম)কঙ্কর প্রসাদ বারুই বলেন, “পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের কীর্তনখোলা এলাকা থেকে মৃতদেহ দাহ করে ১৫ জন শবযাত্রী ম্যাটাডরে ফিরছিলেন। ধলিরবাটির কাছে মোটর বাইককে পাশ কাটাতে গিয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। মোটরবাইকটি সোনারপুরের সুভাষগ্রামের দিক থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ১৫ জন শবযাত্রী-সহ ৩ জন মোটর বাইক আরোহীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকেরা ৪ জন শবযাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী রামপদ মণ্ডল বলেন, “শ্মশান ফেরত গাড়িটি প্রচণ্ড জোরে আসছিল। একটি মোটর বাইক সামনে চলে আসায় দুর্ঘটনাটি ঘটে।” পুলিশ জানিয়েছে, ম্যাটাডরটির মধ্যে একটি মদের বোতল পাওয়া গিয়েছে। অনুমান, চালক-সহ অন্য যাত্রীরা মদ্যপ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। |