টুকরো খবর
সহকর্মীর গুলিতে হত দুই জওয়ান
জঙ্গি ভেবে নিজেদের মধ্যেই গুলির লড়াই শুরু করল আসাম রাইফেল্স-এর দুটি দল। মারা গেলেন দুই জওয়ান। প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে, জঙ্গিরাই চক্রান্ত করে আধা-সেনার দু’টি বাহিনীকে ভুল খবর দিয়ে এই কাণ্ড করেছে। গত কাল রাতে মণিপুরের চান্ডেল জেলায় ঘটনাটি ঘটে। পুলিশ ও আসাম রাইফেল্স সূত্রে খবর, ৯ নম্বর আসাম রাইফেল্স ও ২৪ নম্বর আসাম রাইফেল্স-এর দু’টি দল, জঙ্গি দমন অভিযানে বের হয়। মোরে সীমান্তে থাকা ৯ নম্বর আসাম রাইফেল্স-এর কাছে খবর আসে, লোকচাও এলাকায় পিএলএ জঙ্গিদের একটি দল গা-ঢাকা দিয়ে রয়েছে। তাই ৯ নম্বর আসাম রাইফেল্স-এর জওয়ানরা হামলা চালানোর জন্য তৈরি হয়। একই খবর, লোকচাও ঘাঁটিতে ২৪ আসাম রাইফেল্স-এর কাছেও আসে। তাঁরা এলাকায় পৌঁছনো মাত্র অন্য দল তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ২৪ নম্বর আসাম রাইফেল্স বাহিনীর রাইফেলম্যান নরেম্বাম সুরেশকুমার সিংহ ও অফিসার রামকৃষ্ণ সিংহ ঘটনাস্থলেই মারা যান। ভুল বুঝতে পেরে দুই পক্ষ মিনিট দশের মধ্যেই গুলি চালানো থামায়।

অপহরণের পরে মুক্ত সাংবাদিক
শূন্যে গুলি চালিয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার ৫ ঘন্টা পর সাংবাদিককে মুক্তি দিল সন্দেহভাজন জঙ্গিরা। গত শনিবার রাত ৮টা নাগাদ কোকরাঝাড় থানার বালাজান তিন আলির কাছে ঘটনাটি ঘটেছে। ওই সাংবাদিকের নাম পবন কুমার তেওয়ারি। তিনি ‘দ্য বরোল্যান্ড গার্ডিয়ান’ নামের একটি সপ্তাহিক ইংরেজি কাগজের সহকারী সম্পাদক। বাড়ির সামনে থেকে তাঁকে দুই বাইক আরোহী সন্দেহভাজন জঙ্গি শূন্যে গুলি চালিয়ে অপরহণ করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার প্রায় ৫ ঘণ্টা বাদে রাত ১ টা নাগাদ জেলার কাড়িগাঁও গ্রামের চম্পা নদীর সেতুর কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে সাংবাদিককে ছাড়ে অপহরণকারীরা। কোকরাঝাড়ের পুলিশ সুপার সুনীল কুমার এই দিন জানান, প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে, অপহরণের এই ঘটনার সঙ্গে আলোচনাবিরোধী এনডিএফবি জঙ্গিরা জড়িত রয়েছে।

ধর্ষণে মায়ের বাধা, শিশুকে খুন দুষ্কৃতীর
ধর্ষণে বাধা পেয়ে মায়ের কোল থেকে এক বছরের শিশুকে কেড়ে আছড়ে ফেলে খুন করল এক দুষ্কৃতী। কাল গভীর রাতে মাধেপুরার সিঙ্গেশ্বর থানার গিদ্ধা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, কাল রাত আড়াইটে নাগাদ গ্রামেরই ছেলে অজয় এক মহিলার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মহিলার বাধা পেয়ে সে রাগে তাঁর শিশু কন্যাকে কেড়ে নিয়ে বাইরে ছুড়ে ফেলে দেয়। মহিলা চিৎকার করে গ্রামের লোককে ডেকে তোলেন। তারাই অজয়কে পুলিশের হাতে তুলে দেয়। মাধেপুরার পুলিশ সুপার সৌরভ কুমার বলেন, “ধৃতকে কাল চার্জশিট-সহই আদালতে তোলা হবে।” উল্লেখ্য, ধৃতকে আদালতে পেশের সঙ্গে সঙ্গেই চার্জশিট পেশ করার ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

ছাত্রাবাসে রহস্য মৃত্যু পড়ুয়ার
ছাত্রাবাস থেকে উদ্ধার হল ছাত্রের সংজ্ঞাহীন দেহ। পরে হাসপাতালে মারা গেল সে। ঘটনাটি ঘটেছে যোরহাটে। পুলিশ জানায়, কুসুম ত্রিপুরা নামে ত্রিপুরার ওই ছাত্রটি যোরহাট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ নম্বর আবাসের ১৬ নম্বর ঘরে থাকত। আজ সকালে দরজা না খোলায় সহপাঠীরা দরজা ভেঙে কুসুমের সংজ্ঞাহীন দেহ উদ্ধার করে। যোরহাট মিশন হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। কী ভাবে ছাত্রের মৃত্যু হল জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

যাত্রী সুরক্ষার জন্য রেলের নতুন হেল্পলাইন নম্বর
যাত্রী-সুরক্ষার কথা ভেবেই ২৪ ঘণ্টার জন্য একটি টেলিফোন হেল্পলাইন নম্বর চালু করার সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেই যাত্রীরা এই হেল্পলাইন নম্বরের দ্বারস্থ হতে পারেন। খুব শীঘ্রই তিন সংখ্যার টোল ফ্রি ওই টেলিফোন নম্বরটি খুলে দেওয়া হবে সাধারণের জন্য। রেল সূত্রে খবর, যাত্রী সহায়তার জন্য মন্ত্রকের তরফে নিয়োগ করা হচ্ছে ২৫০ জন কাস্টোমার কেয়ার প্রতিনিধি। আরপিএফ-এর তত্ত্বাবধানেই প্রশিক্ষণ পাবেন ওই প্রতিনিধিরা।

ডিএসপিকে নিগ্রহ
ডেপুটি সুপারিন্টেনডেন্ট (ডিএসপি) জিয়া উল হকের মৃত্যুর পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের এক ডিএসপিকে নিগ্রহের অভিযোগ উঠল গ্রামবাসীর বিরুদ্ধে। রবিবার, পাহাড়িয়া গ্রামে তল্লাশির অভিযান চালাতে যায় স্থানীয় থানার ডিএসপি-র নেতৃত্বাধীন পুলিশ বাহিনী। সেখানেই গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে তাঁদের। গুলিতে জখম হন তিন গ্রামবাসী। গুরুতর আহত হন ডিএসপি শ্রীনিবাস। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার দু’ভাই
বালিপুর গ্রামের প্রধান নানহে যাদব খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুই ভাইকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের নাম অজয় পাল ও বিজয় পাল। তাঁদের কাছ থেকে কার্তুজ এবং বেশ কিছু সিম উদ্ধার হয়েছে। গত ২ মার্চ নানহে যাদবকে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। এর পরেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। নিহত হন এক পুলিশকর্তা। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় নানহের ভাই সুরেশেরও।

ক্ষমাপ্রার্থী অজিত
চাষের জল পাচ্ছেন না বলে ৫৫ দিন ধরে অনশন চালাচ্ছেন শোলাপুরের এক চাষি। রবিবার তাঁর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার। এনসিপি সূত্রে খবর, তাঁর মন্তব্যে বিস্মিত দলীয় নেতারাই। বিজেপি-র বক্তব্য, মহারাষ্ট্র রাজনীতিতে এত কদর্য মন্তব্য কেউ করেননি। পরে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন অজিত।

অধ্যাপক সাসপেন্ড
ছাত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে সাসপেন্ড হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কে আর নায়ার। রবিবার এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অধ্যাপকের বিরুদ্ধে এর পরে কী ব্যবস্থা নেওয়া হবে তা বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী সমিতি স্থির করবে।

পরীক্ষা ছাড়াই পাশ
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না থেকেও সফল ভাবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হল মধ্যপ্রদেশের জনা আশি ছাত্রছাত্রী। ঘটনায় দূরশিক্ষা ব্যবস্থার নিয়মকানুন ভঙ্গের অভিযোগ উঠেছে।


First Pge| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.