তোলাবাজির টাকা আদায় করতে না পেরে এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতী-হামলার অভিযোগ উঠল। রবিবার ঘটনাটি ঘটেছে বেহালার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে। অভিযোগকারী ওই ব্যবসায়ী অনিল অগ্রবাল জানিয়েছেন, বেহালার ওই এলাকায় জমি কেনার পর থেকেই স্থানীয় কয়েক জন দুষ্কৃতী তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি দিতে থাকে। পুলিশে অভিযোগ জানান তিনি। আদালতে মামলাও দায়ের করেন। অনিলবাবুর আরও অভিযোগ, থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করার পরেই গত ২২ মার্চ রাতে দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায়। তাঁর গাড়িটিও ভাঙচুর করে। গ্যারাজের দেওয়াল ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। ফের পুলিশে অভিযোগ দায়ের হয়।মূল অভিযুক্ত গোবিন্দলাল সরকারকে গ্রেফতার করে পুলিশ। গোবিন্দলালের বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, ভাঙচুরের মামলা রুজু করেছে পুলিশ। ধৃত গোবিন্দলালকে আদালতে পেশ করা হলে তাঁকে জামিন দেওয়া হয়। গোবিন্দলাল অবশ্য দাবি করেছেন, বেআইনি ভাবে তাঁদের ক্লাবের জমি দখল করেছেন অনিলবাবুই। গোবিন্দবাবু বলেন, “ওই জমিতে বেআইনি নির্মাণ করা হচ্ছিল। পুলিশ কী করবে? আদালতেও কিছু হবে কি? তাই ক্লাবের ছেলেরাই ওই নির্মাণ ভেঙে দিয়েছে।”
|
স্ট্রিটে ধর্ষণ নিয়ে আলোড়ন থামতে না-থামতেই ওই রাস্তায় ফের শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে। পুলিশ জানায়, অভিযুক্তের নাম শেখ আনোয়ার। শনিবার রাত ১টা নাগাদ বছর পঁচিশের এক মহিলা পার্ক স্ট্রিটে একটি রেস্তোরাঁর বাইরে বন্ধুর জন্য অপেক্ষা করছিলেন। তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা। অভিযুক্ত আনোয়ার তাঁর পরিচিত। সেই সুবাদে কাছে এসে সে ওই মহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। আনোয়ার পলাতক।
|
কলকাতায় রবিবার দু’টি মোটরবাইক দুর্ঘটনায় এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে এবং এক জন আহত হয়েছেন। পুলিশ জানায়, মৃতের নাম পরমিন্দর পাল সিংহ (৫৫)। তাঁর বাড়ি হাজরায়। সকালে দেশপ্রিয় পার্কের কাছে মোটরবাইক ঘোরানোর সময় পিছন থেকে একটি মিনিবাস তাঁকে ধাক্কা মারে। রাতে দ্বিতীয় হুগলি সেতুতে পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শেখ মফিজুল নামে পার্ক সার্কাসের এক বাসিন্দা। গাড়িটিতে ছ’জন পুলিশকর্মী ছিলেন। আহতকে ফেলে তাঁরা পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। পরে অবশ্য পুলিশই তাঁকে হাসপাতালে নিয়ে যায়।
|
কাজ নিয়ে গোলমালের জেরে মৃত্যু হল এক যুবকের। শনিবার রাতে মেটিয়াবুরুজের আক্রা রোডের ঘটনা। পুলিশ জানিয়েছে, নৌশাদ খান (৩২) নামে ওই যুবককে খুনের অভিযোগে তাঁর বন্ধু আকবর আলিকে গ্রেফতার করা হয়েছে। দু’জনেই স্থানীয় বাসিন্দা এবং রাজাবাগানের একটি কসাইখানার কর্মী। পুলিশ জানায়, কাজ নিয়ে নৌশাদ ও আকবরের বিবাদ গড়ায় মারামারিতে। অভিযোগ, আকবরের মারে নৌশাদ লুটিয়ে পড়েন। অচৈতন্য নৌশাদকে এসএসকেএমে মৃত ঘোষণা করা হয়। পুলিশ আকবরকে আটক করে। পরে নৌশাদের পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।
|
ফোনে অশ্লীল হুমকি দেওয়া হচ্ছে পার্ক স্ট্রিটের নিগৃহীতাকে। এ নিয়ে পুলিশে অভিযোগও জানিয়েছেন তিনি। পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে লাগাতার ফোনে এক ব্যক্তি ওই মহিলাকে কুরুচিকর প্রস্তাব ও হুমকি দিচ্ছিলেন। মহিলার অভিযোগ পাওয়ার পর থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ওই মহিলাকে উপযুক্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে বলে তাঁর আইনজীবীর দাবি।
|
লেক থানা এলাকার একটি পুকুরে স্নান করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম সইফ আলি নাসির। বেনিয়াপুকুরের বাসিন্দা ওই কিশোর অষ্টম শ্রেণিতে পড়ত। রবিবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে স্নান করতে গিয়েছিল সে। পুলিশ অজ্ঞান অবস্থায় সইফকে উদ্ধার করে। |