স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে গাড়ি ও বাড়ি ঋণ নিলে আগের মতো আর নিখরচায় দুর্ঘটনা বিমার সুযোগ মিলবে না। কারণ আগামী জুলাই থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ওই প্রকল্প। এক বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই) গ্রাহকদের জানিয়েছে, তাদের গাড়ি ও বাড়ি ঋণগ্রহীতাদের নিখরচায় দুর্ঘটনা (শুধুমাত্র মৃত্যু) বিমা প্রকল্প ‘মাস্টার পলিসি’-র মেয়াদ শেষ হবে ১ জুলাই। তার পরই ওই সুযোগ বন্ধ করে দেওয়া হবে। তবে তার আগে বা ওই তারিখে কোনও ঋণগ্রহীতার দুর্ঘটনায় মৃত্যু হলে বকেয়া ঋণের ভিত্তিতে মূল প্রকল্পের শর্ত অনুযায়ী সুবিধা দাবি করা যাবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের দাবি, এখন থেকে যে-সব ঋণগ্রহীতার বিমা থাকবে না, তাঁরা চাইলে তাদেরই শাখা সংস্থা এসবিআই জেনারেল ইনশিওরেন্স থেকে প্রকল্প কিনতে পারবেন।
|
মিকি মাউস, ডোনাল্ড ডাক বা গুফি। ওয়াল্ট ডিজনির চিরপরিচিত কার্টুনদের হাত ধরেই এ বার আবাসন শিল্পে নয়া চমক। পেন্সিল বক্স, কাপ, জলের বোতল থেকে শুরু করে তোয়ালে, বেড কভার, জামাকাপড়। ডিজনির কার্টুনরা উপস্থিত বিভিন্ন পণ্যে। এ বার আরও এক ধাপ এগিয়ে এই সব কার্টুন নির্মাণ সংস্থাকে ভাড়া দিচ্ছে ডিজনি ইন্ডিয়া। অর্থাৎ কার্টুনকে ‘থিম’ হিসেবে ব্যবহার করার সুযোগ পাচ্ছে আবাসন শিল্প। ডিজনি ইন্ডিয়ার প্রধান রোশনি বক্সি জানান, মুম্বই ও কলকাতা থেকেই শুরু হচ্ছে এই ব্যবসা। কলকাতায় স্থানীয় নির্মাণ সংস্থা টিম টরাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ডিজনি ইন্ডিয়া। টরাসের কর্তা অমিতাভ রায় জানান, ডিজনি থিমের বাড়ি মধ্যবিত্তের হাতের নাগালে থাকছে। ১৫ থেকে ৩৫ লক্ষ টাকা দামের বাড়ি তৈরি হচ্ছে।
|
ব্যাঙ্ক বেসরকারিকরণের বিরুদ্ধে সরব হল এলাহাবাদ ব্যাঙ্ক এমপ্লয়িজ ইউনিয়ন। রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে সংগঠনের জোনাল কমিটির সম্মেলন হয়। নতুন কমিটিও হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বেড়ে যাওয়া নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।
|
• দীপক মাহেশ্বরী এসার এনার্জির চিফ ফিনান্সিয়াল অফিসার হয়েছেন।
• এম এফ ফারুকি কেন্দ্রীয় টেলিকম সচিবের দায়িত্ব গ্রহণ করেছেন। |