|
|
|
|
জাম্পিং ঝপাং |
পেপসি আইপিএল শুরুর আগেই তিনি শুরু করেছেন খেলতে।
সরি খেলতে নয়
গোটা দেশকে মাস্টারনির মতো
জাপিং ঝপাং নাচাতে। মুম্বইয়ে
আইপিএল শো
করতে
যাওয়ার আগে জ্যামবন্দী ফারহা খান-কে ফোনে ধরলেন ইন্দ্রনীল রায় |
যেখানেই আইপিএল-এর ম্যাচ, সেখানেই তো আপনার ডান্স স্টেপ।
কত দিন ভেবেছিলাম আমার ডান্স স্টেপ ক্রিকেট মাঠে দেখব। সেটাও দেখে যেতে হল! মাই গড। আইপিএল-এ সব সম্ভব। এনিথিং ইজ পসিবল।
নিয়মিত দেখেন আইপিএল? কানে কানে শুনুন। শুনে ভুলে যান। আমি আইপিএল বিশেষ দেখি না একেবারেই। ওই কোয়ার্টার ফাইনাল থেকে ফলো করি। কিন্তু খেলা দেখার জন্য কাজ পোস্টপন করব, সেই রকম ফ্যান আমি নই। তবে এই বার দেখব ঠিক করেছি।
কখনও ভাবতে পেরেছিলেন, ‘জাম্পিং ঝপাং’ এত বড় হিট হবে? জানতাম। বিশাল-শেখর যে গানটা বানিয়েছে, সেটা খুব ক্যাচি। কিন্তু এক দিনে দু’লক্ষ হিটস হবে এটা ভাবতে পারিনি। সেট ম্যাক্স চ্যানেল তো খুব খুশি! ওরা বলছে, এই ভিডিয়োটার সাফল্যের জন্য নাকি সাকসেস পার্টি করবে। আমার তো ভাই দারুণ লাগছে। আর ভিডিয়োটা দেখলেও বুঝবেন লোকে এনজয় করেছে কেন? কারণ আমার মধ্যে একটা আর্মি জেনারেল ভাব আছে। তাই যে কারও বাড়ি ঢুকে নাচ শেখাতে চাইলে কেউ আমাকে আপত্তি করে না। আমার ইমেজটাই সে রকম।
প্রথমেই বললেন, নিয়মিত আইপিএল দেখেন না। গত তিন বছর তো শাহরুখের সঙ্গে ঝামেলা চলছিল, তাই কি দেখেননি?
(হেসে) নেক্সট কোয়েশ্চেন প্লিজ।
এখন তো আপনি আর শাহরুখ আবার বন্ধু। তাই তো?
ইয়েস। উই আর ফ্রেন্ডস এগেন। আরে বন্ধুদের মধ্যে তো ঝামেলা হতেই থাকে। আজকালকার দিনে ভাইয়ে-ভাইয়ে ঝগড়া হচ্ছে! বন্ধু কোন ছাড়। তবে এখন সব মিটমাট হয়ে গিয়েছে। আসলে যখন বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়, কিছু লোক থাকে যারা ওটা নিয়ে গসিপ করে ঝামেলাটা বাড়িয়ে আনন্দ পায়। এই ঝগড়ায় সেই গসিপ করা গ্রুপকে এক বার চিনে যাওয়ার পর ঝামেলা মেটাতে কোনও প্রবলেম হয়নি।
|
|
‘‘বেস্ট মুভ হচ্ছে হাত মাথার উপর তুলে ও যখন ওয়েভ করে আর আন্ডারওয়্যারটা দেখা যায়।
আই থিংক দ্যাট ইজ ভেরি সেক্সি। আন্ডারওয়্যার দেখানোটা স্টাইল স্টেটমেন্টে পরিণত করে শাহরুখ’’ |
|
কারা ছিল ওই গসিপ করার গ্রুপে?
ছাড়ুন। ওই ব্যাপারে কথা বলে ওদের ফেমাস করতে চাই না।
আচ্ছা, শাহরুখ তো কেকেআর জিতলেই যে কোনও ভেন্যুতে নাচে। ওর ডান্স স্টেপস সম্বন্ধে কী মত আপনার?
আমার তো দারুণ লাগে। আসলে
কী বলুন তো, শাহরুখের নাচে সব চেয়ে বড় বৈশিষ্ট্য হল ওর এনার্জি। অনেক কোরিওগ্রাফার দেখেছি যারা শাহরুখকে টেকনিক্যাল স্টেপ দেয়। ভাই, শাহরুখকে ও সব স্টেপ
দিলে ভাল লাগে না। শাহরুখকে ‘ছইয়া ছইয়া’-র মতো স্টেপ দাও... এনার্জিটা ক্যাপচার করো।
মানে শাহরুখকে ছেড়ে দাও?
না না, ছাড়লে হবে না। ছাড়লে শাহরুখ এমন নাচবে যে তা চোখে দেখা যাবে না। ওকে কন্ট্রোলে রাখো কিন্তু এনার্জিটা ক্যাপচার করো।
আইপিএল-এ ওর ডান্স স্টেপের বেস্ট মুভ কী?
বেস্ট মুভ হচ্ছে হাত মাথার উপর তুলে ও যখন ওয়েভ করে আর আন্ডারওয়্যারটা দেখা যায়। আই থিংক দ্যাট ইজ ভেরি সেক্সি। আন্ডারওয়্যার দেখানোটা স্টাইল স্টেটমেন্টে পরিণত করেছে শাহরুখ। এর জন্যেই ও কিং খান।
বুঝলাম...
আর আইপিএল-এর গত পাঁচ বছরের বেস্ট মুভ ছিল গত বছর কেকেআর জেতার পর ওর ডিগবাজি খাওয়া। দ্যাট ওয়াজ সুপার কুল।
আপনার বাচ্চারা আইপিএল দেখে? নাকি আপনি যখন বাকি স্টারদের নাচাচ্ছেন, ওরা আপনাকে নাচাতে ব্যস্ত?
আমাকে সারা দিন নাচাতে ব্যস্ত আমার তিন ছেলেমেয়ে। সকাল থেকে রাত ওদের ফাই-ফরমায়েশ খেটে খেটে রোগা হয়ে গেলাম। তবে আমি এনজয় করি। ওদের মাথায়ও তুলি। আমার বাড়ি এলেই দেখতে পাবেন তিন
জন জাম্পিং ঝপাং করছে। কী বলব আর ওদের!
আর আজকাল ওদের নতুন ক্রেজ আইপিএল নয়। ওরা সারা দিন দেখছে শিবঠাকুরের সিরিয়াল। কেউ ত্রিশূল চাইছে, কেউ সাপ চাইছে। সোমবার করে শিবজির পুজো করছে ওরা সবাই। পরের সপ্তাহে ওদের মন্দিরে নিয়ে যাওয়ার প্ল্যান আমার।
শাহরুখের সঙ্গে ছবি কবে শুরু করছেন?
ব্যস, আইপিএল শেষ হলেই শুরু
হবে আমার ছবি।
নাম ‘হ্যাপি নিউ ইয়ার’ থাকবে?
ইয়েস। ‘হ্যাপি নিউ ইয়ার’। তার মাঝখানে ‘নাচ বলিয়ে’ জাজ করব। সেটা শেষ হলে ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর সুপার মাম্মিস এডিশন। শিরীষ আর আমি একটা ছোট ছবির প্ল্যান করছি। প্রচুর কাজ। তার মধ্যেই ছেলেমেয়েকে সামলানো।
|
|
গত বছর আইপিএল ফাইনাল জেতার পর ডিগবাজি খাচ্ছেন ‘কিং খান’ |
ফারহা খান কি খুব স্ট্রিক্ট মা?
আমার বাড়ির কাজের লোকেরা বলে আমি ওদের শাসন কম করি। আমার মনে হয়, ধুর! অত শাসন করে কী হবে? একটু এনজয় করুক, মস্তি করুক। স্কুলে রোজ গিয়েছিল, বুড়ো বয়সে কেউ সেটা মনে রাখে না। মনে রাখে, যে দিন সে স্কুলে যায়নি। তা বলে আমি বলছি না আমার ছেলেমেয়েরা স্কুল কামাই করুক। শুধু বলছি, অত খিটখিটে মা আমি হতে পারব না।
বাচ্চা সামলাতে গিয়েই কি অত রোগা হয়ে গেলেন?
না না। ওটা পুরোপুরি জিম করে। এই যে আপনার সঙ্গে কথা বলছি। তার কিছু ক্ষণ আগেই প্রন কারি দিয়ে ভাত খেলাম।
প্রন কারি আর রাইস খেলে তো ডায়েটিশিয়ান শকড হবে!
আমার ডায়েটিশিয়ান জানে ও সব কার্বোহাইড্রেট ছাড়া আমি থাকতে পারব না। খুব বড়লোক হলাম, কিন্তু পেটে খিদে নিয়ে মরে গেলাম এ রকম জীবনদর্শন আমার নয়। আমি খাব সব। জিমে গিয়ে সেটা বার্ন-আউটও করব। এটাই ফারহা খান ফিলোসফি।
এখন তো শাহরুখ আবার আপনার বন্ধু। এ বার তো নিশ্চয়ই কেকেআর-কে সাপোর্ট করছেন?
হাহাহাহা, আপনাকে কে বলল আগে করিনি?
যা ঝগড়া হয়েছিল আপনাদের! না করাটাই ন্যাচারাল।
না, আমি কিন্তু কেকেআর-কে সাপোর্ট করে গিয়েছি। আর যেহেতু মুম্বইতে থাকি, তাই মুম্বই ইন্ডিয়ান্সকেও সাপোর্ট করি। আর মুম্বই ইন্ডিয়াকে সাপোর্ট করার আর একটা কারণ আছে।
কী? সচিন তেন্ডুলকর?
ইয়েস। সচিন। ওকে আমি বড্ড ভালবাসি। কোনও ইভেন্ট-এ দেখা হলে আজও হাঁটু কাঁপে আমার। অন্য কোনও স্টারের সামনে এটা হয় না।
অন্য স্টারেরা তো আপনাকে দেখে কাঁপে?
(হেসে) হ্যাঁ। বেশির ভাগই তাই। |
|
|
|
|
|