বায়ার্ন মিউনিখের ইতিহাসকে চিরকালীন করে রাখার জন্যই তিকিতাকা ফুটবলের বর্তমান বিশ্ব প্রবক্তা পেপ গুয়ার্দিওলাকে কোচ করে আনা হচ্ছে, জানিয়ে দিলেন কার্ল হেইনজ রুমেনিগে।
শনিবার এখানে আসা ভারতীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বায়ার্ন চেয়ারম্যান বলে দিলেন, “আমাদের ক্লাবের সংস্কৃতির সঙ্গে পেপের ভাবনা মেলে বলেই ওকে কোচ করে আনছি। বায়ার্ন ইতিমধ্যেই জার্মানি এবং ইউরোপে নানা ইতিহাস তৈরি করেছে। পেপ সেটা সোনার অক্ষরে চিরকালীন করে দেবে বলেই আমার বিশ্বাস।”
বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাউয়ার ইতিমধ্যেই বলেছেন, “পেপ আসায় জার্মান ফুটবলের দিকে বিশ্ব আরও নজর দেবে। কিন্তু ও প্রচণ্ড চাপ নিয়ে বায়ার্নে আসছে। সমর্থকরা ওর সঙ্গে তুলনা করবে বর্তমান কোচ হাইনকেসের। সবাই ধরে নিয়েছে পেপ আসাতেই সব বদলে যাবে।”
বায়ার্নের প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে। গত জুলাই থেকে পেপের সঙ্গে যোগাযোগ রাখা রুমেনিগে অবশ্য বেকেনবাউয়ারের সঙ্গে একমত নন। তিনি বলছেন, “ওর সবথেকে বড় গুণ ওর সাফল্য! বার্সেলোনায় যা করে দেখিয়েছে। একটা উঁচু পর্যায়ে টিমকে নিয়ে যায়। নিজস্ব ভাবনাচিন্তা আছে। বায়ার্নে কিছু বদল তো পেপ আনবেই। খেলার স্টাইলেও হয়তো পরিবর্তন আনবে। ইউরোপ-সেরা হতে গেলে যা করতেই হবে।” |
কলকাতায় অলিভার কানের বিদায়ী ম্যাচের আবেগ এখনও মনে আছে রুমেনিগের। মনে আছে বায়ার্ন ম্যাচ ঘিরে কলকাতা-দিল্লির উচ্ছ্বাসও। বলছিলেন, “স্পনসরদের সঙ্গে কথা চলছে। সামনের বছর জুন-জুলাইয়ে কলকাতায় খেলতে যেতে পারে টমাস মুলাররা।” ভারতীয় ফুটবলকে সাহায্য করার জন্যও মুখিয়ে আছে বায়ার্ন। “ভারতে ক্রিকেট জনপ্রিয় হলেও ফুটবলের জন্য আবেগ আছে। তবে ফুটবলে বড় শক্তি হতে গেলে ওদের ফেডারেশনকে আরও পেশাদার হতে হবে। তার জন্য আমরাও সাহায্য করব। আমরা স্পেন বা ইতালির ক্লাব নই যে শুধু পয়সার জন্য সব করি। আমাদের ফুটবল-দায়বদ্ধতা আছে।”
ভারতে ফের খেলতে আসার ইচ্ছে প্রকাশ করলেও অ্যাকাডেমি করতে আর আগ্রহী নয় বায়ার্ন। বর্ধমানে প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেনের আগ্রহে অ্যাকাডেমি গড়ার ব্যাপারটি প্রায় চূড়ান্ত করে ফেলেছিল বায়ার্ন। রুমেনিগে তখন চেয়ারম্যান ছিলেন না। তাঁর পাশে বসে থাকা কলকাতার অতি-পরিচিত আন্তর্জাতিক রিলেশন অফিসার মার্টিন হেগলে এর উত্তর দিলেন। “রাজনৈতিক ঝামেলার জন্যই আমরা অ্যাকাডেমি গড়া থেকে পিছিয়ে এলাম। সমস্ত রূপরেখা তৈরি করে ফেলেছিলাম প্রচুর খরচ করে। কারা কোচিং করাবে, ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু তখন ক্ষমতায় থাকা পার্টি চুক্তির খেলাপ করল। ফলে ওটা আমরা গুটিয়ে ফেলেছি।”
অ্যাকাডেমি নিয়ে প্রশ্ন-উত্তরের মাঝে বারবার অবশ্য ভেসে উঠেছে জার্মানিতে পেপ গুয়ার্দিওলার আসা নিয়ে নানা প্রশ্ন। যা বিশ্ব ফুটবলের এখন অন্যতম আলোচনার বিষয়। লিওনেল মেসিদের প্রাক্তন কোচ বায়ার্নের দায়িত্ব নিচ্ছেন পয়লা জুলাই। যাঁর জুতোয় তিনি পা গলাচ্ছেন, সেই প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ হাইনকেসের সাফল্য চমকে দেওয়ার মতো। বুন্দেশলিগায় শনিবার রাতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে এনরিচ ফ্রাঙ্কফুর্টকে ১-০ (গোলদাতা সোয়াইনস্টাইগার) হারিয়ে বর্তমান বায়ার্ন কোচ হাইকেনস ইতিহাস গড়ে ফেললেন। জার্মান লিগের অর্ধশতাব্দীর ইতিহাসে তিনিই হলেন প্রথম কোচ যিনি ছয় ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হলেন। শুধু তাই নয়, গত বারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে কুড়ির বেশি পয়েন্ট পেয়ে খেতাব পেয়ে গেলেন তিনি। যা কখনও হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসকে প্রথম পর্বে দু’গোল দেওয়ার পর বায়ার্নের লক্ষ্য এখন খেতাব জেতা। গত তিন বছরে দু’বার ফাইনালে উঠেও তারা যা পারেনি। এ বারের চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য সোয়াইনস্টাইগাররা এতটাই মরিয়া যে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হলেও এ দিন ট্রফি নিয়ে উৎসব করেননি। শুধু দৌড়ে, সামান্য নেচে, কোচকে আকাশে তুলে ফটোগ্রাফারদের পোজ দিয়ে উৎসব শেষ করেছেন। রুমেনিগে বলছিলেন, “গত তিন বছরে দু’বার ফাইনালে উঠেও আমরা জিততে পারিনি। এ বার আমাদের স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জেতা। তবে বুন্দেশলিগায় আমরা যা খেলছি তাতে আমি আশাবাদী।” |