মাঠের বাইরের যুদ্ধে সফল স্পোর্টিং ক্লুব দ্য গোয়া। কিন্তু মাঠের ভেতরের ‘আসল’ লড়াই জিততে মুখিয়ে রয়েছেন ওডাফা-নবিরা!
হঠাৎ করেই স্পোর্টিং তিলক ময়দান থেকে মাপুসার দুলের স্টেডিয়ামে ম্যাচ সরিয়ে নিয়ে আসায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হয়েছে মোহনবাগানকে। তবে এ সব সমস্যাকে দূরে সরিয়ে এই মুহূর্তে মোহনবাগানের একটাই লক্ষ্য, স্পোর্টিংকে হারিয়ে নিজেদের সুরক্ষিত করা। আসলে, অবনমন বাঁচাতে এখন সব ম্যাচই যে মোহনবাগানের কাছে ফাইনাল। যে কোনও পরিস্থিতিতে জিততেই হবে। করিমও তাই বলে দিলেন, “প্রতিটা ম্যাচ এখন গুরুত্বপূর্ণ। জয় ছাড়া কিছু ভাবছি না।”
স্পোর্টিংয়ের বিরুদ্ধে কার্ড সমস্যার কারণে ইচের না থাকাটা চিন্তায় রাখবে করিমকে। ইচে না থাকায় মিডফিল্ডে ক্যুইন্টনকে রেখে আক্রমণে টোলগে-ওডাফাকে নিয়েই দল সাজাবেন মরোক্কান কোচ। সাম্প্রতিক কালে স্পোর্টিং ক্লুব ‘বোগি’ দল হয়ে দাঁড়িয়েছে মোহনবাগানের জন্য। শেষ পাঁচটা ম্যাচে স্পোর্টিং এর বিরুদ্ধে মোহনবাগান জিতেছে মাত্র এক বার। তবু রবিবার গোয়ার দলটির বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী মোহন অধিনায়ক বললেন, “ডেম্পোকে হারিয়ে আমরা তেতে রয়েছি। স্পোর্টিংকে হারাতে পারলে আমাদের চাপ অনেকটাই কমে যাবে।”
রবিবার আই লিগের অন্য ম্যাচে মুখোমুখি হবে শিলং লাজং-ওএনজিসি এবং মুম্বই এফসি-এয়ার ইন্ডিয়া। |