চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল বাছতে গিয়ে প্রত্যাশিত পথেই হাঁটলেন নির্বাচকেরা। এক দিকে সহবাগ-হরভজনের মতো সিনিয়রদের ছেঁটে ফেলে মোটামুটি বুঝিয়ে দিলেন, ভারতের ওয়ান ডে ক্রিকেটে একটা যুগ শেষ হতে চলেছে। অন্য দিকে ৩০ জনের দলে প্রচুর নতুন মুখ এনে বার্তা দিলেন, ভারতীয় ক্রিকেটে এখন তারুণ্য-মন্ত্রেরই ধ্বনি।
ওয়ান ডে থেকে আগেই ছাঁটাই হয়ে গিয়েছিলেন সহবাগ-হরভজন। প্রথম জন ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের সময় বাদ পড়েছিলেন। দ্বিতীয় জন শেষ ওয়ান ডে খেলেন ২০১১-এ। আপাতত যা খবর, বীরু-ভাজ্জির ওয়ান ডে দরজা মোটামুটি বন্ধ। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে সুযোগ পাননি জাহির খানও। তবে তিনি এখনও সুস্থ নন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও এখনও খেলতে পারছেন না জাহির। |
এ দিন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দল বাছা হল ২০১৫ বিশ্বকাপের কথা মাথায় রেখে। কোহলি, রায়না, যুবরাজ, রোহিত শর্মারা দলে আছেন। আনকোরা মুখ হিসেবে আছেন কেদার যাদব, জলজ সাক্সেনা, পরভেজ রসুল, ঈশ্বর পাণ্ডে, সিদ্ধার্থ কউলরা। বাংলা থেকে দলে আছেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, অশোক দিন্দা, মহম্মদ সামি আহমেদ। তবে চেতেশ্বর পূজারাকে ৩০ জনের স্কোয়াডে রাখা হয়নি। দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন পূজারা। ‘এ’ দলের সূচি এখনও ঠিক হয়নি। যদি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ভারতীয় ‘এ’ দলের খেলা এক সঙ্গে না পড়ে যায়, তা হলে পূজারাকে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত ১৫ জনের দলে দেখা যেতে পারে বলে বোর্ড সূত্রের খবর। কারণ আইসিসি-র নিয়ম অনুযায়ী, প্রাথমিক ৩০ জনের বাইরে থেকেও চ্যাম্পিয়ন্স ট্রফির দল বাছা হয়।
তিরিশ জনের দল: ধোনি, গম্ভীর, ধবন, মুরলী, উন্মুক্ত, কোহলি, যুবরাজ, রায়না, রোহিত, মনোজ, অজিঙ্ক, রায়ডু, কেদার, ঋদ্ধি, দীনেশ কার্তিক, অশ্বিন, অমিত মিশ্র, রবীন্দ্র জাডেজা, জলজ, রসুল, ইশান্ত, ভুবনেশ্বর, দিন্দা, উমেশ, সামি, ইরফান, বিনয় কুমার, প্রবীণ কুমার, ঈশ্বর পাণ্ডে, সিদ্ধার্থ। |