|
|
|
|
খোলা তলোয়ার নিয়ে উন্মত্ত যুবক, নিহত এক |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
গ্রামের রাস্তায় খোলা তরোয়াল হাতে লোকজনকে তাড়া করছে এক যুবক। প্রাণ বাঁচাতে ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন স্থানীয় লোকজন। তাঁদেরই মধ্যে দু-এক জন তরোয়ালের কোপও খেয়েছেন।
জামশেদপুরের মোহনপুর গ্রামে শনিবার সকালে এ ভাবেই এক যুবকের তরোয়ালের কোপে আহত হলেন কয়েকজন। তার মধ্যে মৃত্যুও হয়েছে এক জনের। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম নবীন সিংহ। তিনি ঘটনার সময় গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিলেন। কিছু না বুঝেই তিনি কোনও ভাবে ওই যুবকের সামনে চলে আসেন। তরোয়াল তাঁর পেটে ঢুকিয়ে দেয় ওই যুবক।
শংকর সিংহ নামে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পটমদা থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, তখনও দিনের কর্মব্যস্ততা শুরু হয়নি। লোকজন কেউ বাড়ির দাওয়ায় বসেছিলেন। কেউ খেতে কাজ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় ওই যুবক রাস্তা দিয়ে খোলা তরোয়াল হাতে লোকজনকে তেড়ে আসতে থাকে। ঘটনায় প্রথমে অনেকেই হকচকিয়ে যান। সামনে যাকেই পেয়েছে তাকেই সে তরোয়াল দিয়ে আঘাত করেছে।
এক বৃদ্ধা ও সাত বছরের একটি শিশুকেও সে তরোয়ালের কোপ মারে। তাদের সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
তরোয়াল হাতে ছুটতে থাকা যুবককে এক সময় গ্রামবাসীরা ধরে ফেলে। গ্রামবাসীরা মারতে মারতে তাকে পটমদা থানায় নিয়ে যায়। পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে।
কিন্তু ঘটনার কয়েক ঘন্টা পরে, শনিবার বিকেলে অবশ্য ওই যুবক থানার পুলিশ কর্মীদের সামনে স্বাভাবিক আচরণ করেছে বলেই পটমদা থানা সূত্রে জানা গিয়েছে।
কয়েক দিন আগেই খুঁটি জেলাতে প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল। কুঠার দিয়ে এক যুবক নিজের মা-বাবা সহ সাতজনকে কুপিয়ে হত্যা করে। পরে গ্রামবাসীদের প্রহারে ওই যুবকেরও মৃত্যু হয়। |
|
|
|
|
|