লাইনে বিস্ফোরণ, দুর্ঘটনা এড়াল বরাউনি এক্সপ্রেস
ফের রেল লাইনে বিস্ফোরণ ঘটাল মাওবাদী জঙ্গিরা। গত কাল রাতে হাজিপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে ঘোষওয়াড় হল্ট স্টেশন এবং একরা রেল গেটের মাঝে বিস্ফোরণটি ঘটায় জঙ্গিরা। তবে ডাউন দিল্লি-বরাউনি এক্সপ্রেসের চালক ও গার্ডের সতর্কতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। বিস্ফোরণের ফলে হাজিপুর-মুজফ্ফরপুর লাইনে তিন ঘন্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মাওবাদীদের লেখা একটি পোষ্টার পেয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে বিদ্যুতের তার।
ঝাড়খণ্ডের চাতরায় ১০ মাওবাদী জঙ্গি-হত্যার প্রেক্ষিতে মাওবাদীরা গত কাল রাত বারোটা থেকে দু’দিনের বিহার-ঝাড়খণ্ড বন্ধের ডাক দিয়েছে। পুলিশ জানায়, কাল রাতে মাওবাদীরা ওই সেকশনে রেল লাইনটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেল লাইন পুরোপুরি উড়ে না গেলেও লাইনে ১০ মিলিমিটার ফাটল ধরে।
আজ সকাল ছ’টা নাগাদ ডাউন দিল্লি-বরাউনি এক্সপ্রেস বরাউনি আসার পথে ট্রেনের চালক এবং গার্ড ঝাঁকুনি অনুভব করেন। পরে ট্রেনটি থামিয়ে দেন চালক। ঘণ্টাখানেক পরে রেল পুলিশ এবং বৈশালী জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে উদ্ধার করা হয় বিদ্যুতের তারের সঙ্গে একটি হাতে লেখা পোষ্টার। তাতে লেখা আছে, ঝাড়খণ্ডে সঙ্গীদের মৃত্যুর প্রতিবাদে এই বন্ধ। সেই কারণে সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে ট্রেন থামানোর পরিকল্পনা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শোনপুর ডিভিশনের ডিআরএম রামলাল গুপ্তকে ঘটনার খবর সবিস্তার জানায়। চালকের সঙ্গে কথা বলার পরে ডিআরএমের নির্দেশে ট্রেনটিকে ধীরে ধীরে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। এরপর ওই লাইনে আসা অন্য ট্রেনগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হয় বিভিন্ন স্টেশনে। পূর্ব-মধ্যে রেলের মুখ্য জনসংযোগ অফিসার অমিতাভ প্রভাকর বলেন, “সম্পূর্ণক্রান্তি এক্সপ্রেস, অবধ-অসম এক্সপ্রেস, সবরমতী এক্সপ্রেস, আম্রপালি এক্সপ্রেস-সহ ছ’টি ট্রেনকে বিভিন্ন জায়গায় থামিয়ে দেওয়া হয়। লাইন মেরামতির পর, সাড়ে ন’টা নাগাদ প্রথমে হাজিপুরে দাঁড়িয়ে থাকা অবধ-অসম এক্সপ্রেসকে ছাড়া হয়।
অন্য একটি ঘটনায় মুজফ্ফরপুরের ১০২ নম্বর জাতীয় সড়কে, রেওয়াঘাট সেতুর উপর একটি ট্রাক জ্বালিয়ে দেয় জঙ্গিরা। সরাইয়া থানা থেকে জানানো হয়েছে, কাল রাতে ঘটনাটি ঘটে। জঙ্গিরা চালক এবং খালাসিকে গাড়ি থেকে নামিয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। কাল যৌথ অভিযান চালিয়ে গয়ার শেরঘাটির চান্দারিয়া গ্রাম থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়াও উদ্ধার করা হয়েছে ক্যান বোমা, প্রেসার কুকার বোমা, বিদ্যুতের তার এবং বোমা তৈরির মশলা। রাজ্যের মাওবাদী অধ্যুষিত জেলাগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলে আইজি (অপারেশন) অমিত কুমার জানিয়েছেন। তিনি বলেন, “এই সব জেলাগুলিকে কড়া সতর্কতার মধ্যে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় সিআরপিএফ এবং জেলা পুলিশের টহলদারি চলছে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.