টুকরো খবর
ধর্মঘটের হুমকি স্কুলবাস সংগঠনের
কলকাতা ও শহরতলিতে দু’হাজারেরও বেশি স্কুলবাস চলে। এদের মধ্যে মাত্র ৮২ টি বাসের ‘পারমিট’ রয়েছে! শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান স্কুলবাস মালিকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল কনট্রাক্ট ক্যারেজ ওনার্স অ্যান্ড অপারেটর্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। সরকারের প্রতি স্কুলবাস মালিক সংগঠনের আবেদন, আগামী ১০ এপ্রিলের মধ্যে যারা পারমিট করাবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক রাজ্য। তা না হলে সরকারের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়ে ২৫ এপ্রিল এক দিনের প্রতীক ধর্মঘট করবে সংগঠন। কেন তাঁদের এই সিদ্ধান্ত, তার ব্যাখ্যা দিয়ে সংগঠনের সম্পাদক হিমাদ্রি গঙ্গোপাধ্যায় জানান, পারমিট করিয়ে নেওয়ার জন্য আগে বহুবার সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা না মেনে বেশিরভাগ বাসমালিক সম্পূর্ণ বেআইনি ভাবে স্কুলবাস রাস্তায় নামাচ্ছেন। এতে নানা রকম সমস্যা হচ্ছে। তিনি বলেন, “এমন পরিস্থিতিতে আগে স্কুলবাস মালিকদের পাশে দাঁড়িয়েছে তাঁদের সংগঠন। কিন্তু এ বার তা হবে না। এ কথা তাঁরা চিঠি দিয়ে জানিয়েও দিয়েছেন পরিবহণমন্ত্রী মদন মিত্র এবং পরিবহণসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে।”

জলসা নিয়ে জনতা-পুলিশ সংঘর্ষ, আহত ১
একটি পুজো উপলক্ষে জলসা আয়োজন করাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বাধল পুলিশের। শনিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটে সল্টলেকের ১৮ নম্বর ওয়ার্ডের বাসন্তী কলোনিতে। ঘটনার জেরে এক পুলিশকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় একটি জলসার আয়োজন করেন বাসন্তী কলোনির বাসিন্দাদের একাংশ। জলসায় বসার ব্যবস্থা করা হয় রাস্তা আটকে। অনুমতি ছাড়া এ ভাবে অনুষ্ঠান করতে বাধা দেয় পুলিশ। পুলিশের অভিযোগ, প্রাথমিক ভাবে সে কথা মেনে নিলেও কিছুক্ষণ বাদে ফের রাস্তা আটকে জলসা করার দাবি জানাতে থাকেন স্থানীয়দের একাংশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপরেই বাগ্বিতণ্ডা থেকে জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ বেধে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ ব্যাপক মারধর করেছে। গুলিও চলেছে। পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে। তাদের অভিযোগ, গোলমালে এক পুলিশকর্মীর মাথা ফেটে গিয়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। পরে র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা ছিল। স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের মদতে গোলমাল হয়েছে বলে অভিযোগ। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

অভিযুক্তকে ধরতে পুলিশ নিয়ে এল দমকলের মই

চলছে অভিযান। —নিজস্ব চিত্র

দমকলের মই এনে ফ্ল্যাটের পিছনের বারান্দার দরজা ভেঙে অভিযুক্তকে ধরল পুলিশ। শনিবার, সল্টলেকের আই সি ব্লকে এক কেন্দ্রীয় সরকারি আবাসনে। অভিযোগ, তিন দিন ধরে ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে সেখানে লুকিয়ে ছিল ওই ব্যক্তি। ধৃতের নাম, রফিস নায়েক। পুলিশ জানায়, বর্ষশেষের রাতে বিধাননগর দক্ষিণ থানার অদূরে যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে বাবুলাল গুপ্ত নামে এক দোকানদারের উপরে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ছুরিবিদ্ধ হন তিনি। পুলিশ জানতে পারে, রফিস নামে এক যুবক এতে যুক্ত। আই সি ব্লকে একটি আবাসনে নিজের ফ্ল্যাটে রফিস আছে বলে খবর পায় পুলিশ। রফিসের বাবা সরকারি কর্মচারী, নাম গৌরাঙ্গ নায়েক। পুলিশ সূত্রের খবর, পুলিশি অভিযানের কথা জানতে পেরে তিনি তাঁর ছেলে ও স্ত্রী ঊষারানিদেবীকে ফ্ল্যাটে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে যান। নজরদারি শুরু হলে পুলিশ জানতে পারে, তিন দিন ধরে ওই ফ্ল্যাটে কারও যাতায়াত নেই। এর পরে শনিবার পুলিশ দমকলের সাহায্য নেয়। মই দিয়ে উঠে বন্ধ ওই ফ্ল্যাটে লোকের উপস্থিতি টের পাওয়া যায়। তখনই দরজা ভাঙা হয়। উদ্ধারের পরে তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে মাকে ছেড়ে দেওয়া হয়। গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃত রফিসের বাবার খোঁজ চালাচ্ছে পুলিশ।

মুন্না, শম্ভুর ওয়ার্ডের ভার
পুরসভার দু’জন কাউন্সিলর মহম্মদ ইকবাল ও শম্ভুনাথ কাও খুনের মামলায় জড়িত থাকায় ওই দুই ওয়ার্ডে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা আটকে আছে। বেতন পাচ্ছেন না ওই ওয়ার্ডে কর্মরত ১০০ দিনের কাজের কর্মীরা। এমনকী দারিদ্র সীমার নিচে থাকা ওই দুই ওয়ার্ডের বাসিন্দারা পাচ্ছেন না সরকারি ত্রাণও (জিআর)। পুর সূত্রের খবর, ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ ইকবাল ওরফে মুন্না আর ৫৮ নম্বরে শম্ভুনাথ কাও। ওই দুই কাউন্সিলরের অনুপস্থিতিতে বিপাকে পড়েছে পুর-প্রশাসন। গার্ডেনরিচ-কাণ্ডের পরে মহম্মদ ইকবাল পলাতক থাকার সময়েই মেয়র শোভন চট্টোপাধ্যায় সেই ওয়ার্ড দেখার দায়িত্ব দেন সামসুজ্জমান আনসারিকে। শনিবার পুর-কমিশনার সরকারি ভাবে সামসুজ্জমান আনসারিকে ১৩৪ নম্বর ওয়ার্ডের ও স্বপন সমাদ্দারকে ৫৮ নম্বর ওয়ার্ডের স্বাভাবিক কাজকর্ম দেখার দায়িত্ব দিয়েছেন। আপাতত ওই দুই কাউন্সিলর সব ভাতা-সহ ১০০ দিনের কর্মীদের কাগজপত্রে স্বাক্ষর করবেন।

দেশি পিস্তল উদ্ধার
শিয়ালদহের পর বরাহনগর থেকে ফের অস্ত্র উদ্ধার। শনিবার বিকেলে বরাহনগর থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি দেশি পিস্তল ও পঞ্চাশ রাউণ্ড কার্তুজ। অস্ত্র উদ্ধারের ঘটনায় সাবির আলি মণ্ডল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতের বাড়ি বনগাঁতে। কয়েকদিন আগেই শিয়ালদহ থেকে উদ্ধার করা হয় ১৮টি আগ্নেয়াস্ত্র। অন্যদিকে শনিবার মাঠপুকুর এলাকা থেকেও অস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার নাম হাঁসু।

ভাঙা সেতু সারাতে
উল্টোডাঙা উড়ালপুলের ভেঙে পড়া অংশ মেরামতির জন্য দেশজুড়ে দরপত্র ডাকবে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার মহাকরণে এ কথা জানান। তিনি বলেন, “দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। ছ’মাসের মধ্যে উড়ালপুল চালুর চেষ্টা করছি।” মন্ত্রী জানান, পার্ক সার্কাস রেললাইনের উপরে নতুন যে সেতু তৈরি করার কথা, তা রেলের অনুমোদনের জন্য আটকে। তার দরপত্র ডাকা হয়েছে। সেই কাজও দেড় বছরের মধ্যে শেষ হবে বলে আশা সরকারের। বাম আমলে উল্টোডাঙা উড়ালপুলটি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ২ মার্চ উড়ালপুলের এক অংশ ভেঙে পড়ে। সেই থেকেই বন্ধ সেতুটি। ফলে হাডকো মোড়ে যানজট লেগেই আছে। কার দোষে সেতু ভাঙল, তদন্ত চলছে। অন্যান্য সেতুর পরিস্থিতিও সরেজমিন পরীক্ষা করার নির্দেশ দিয়েছে সরকার। তার চূড়ান্ত রিপোর্টও এখনও আসেনি বলে মহাকরণ সূত্রের খবর।

পুরনো খবর:
বাসের ধাক্কায় মৃত্যু মহিলার
বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। শনিবার বিকেলে, গড়িয়াহাট মোড়ে। মৃতা বুলু কপাটের (৪৯) বাড়ি কসবায়। পুলিশ জানায়, এ দিন সিগন্যাল খোলা থাকতেই রাস্তা পার হচ্ছিলেন বুলুদেবী। ওই সময়ে ১৮ সি রুটের একটি বাস এসে তাঁকে ধাক্কা মারে। পুলিশ বুলুদেবীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষ বাসটি আটকে দেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.