টুকরো খবর
মাটিকাটা রুখতে গিয়ে হুমকির মুখে কর্মীরা
বেআইনি মাটিকাটা বন্ধ করতে গিয়ে প্রাণনাশের হুমকি পেলেন সরকারি কর্মীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-১ পঞ্চায়েতের রামনগর এলাকায়। পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বলাগড়ে গঙ্গার ধার বরাবর গজিয়ে উঠেছে বেশ কিছু ইটভাটা। তারাই বেআইনি ভাবে মাটি কাটে। যার জেরে গঙ্গাতীরের গ্রামগুলিতে চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। বৃহস্পতিবার বলাগড় ব্লক ভূমি সংস্কার দফতরের আধিকারিক মানস রায়ের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান চালায় রামনগর এলাকায়। অভিযোগ, জনা ছ’য়েক সশস্ত্র দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির হয়। মাটি কাটা বন্ধ করতে চাইলে হয় মরতে হবে, না হলে বহু দূরে বদলি হতে হবে বলে হুমকি দেয় তারা। এলাকা ছাড়েন আধিকারিকেরা। সন্ধ্যার পরে বলাগড় থানার সাহায্য নিয়ে ফের ঘটনাস্থলে আসেন মানসবাবু। বেআইনি মাটি কাটার যন্ত্রের হদিস মেলে। রাতে বলাগড় থানায় অলোক দাস ও সুকুমার খাঁড়া নামে দু’জনের নামে লিখিত অভিযোগ করেন তিনি। বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম রায় বলেন, “যে ঘটনা ঘটেছে, তা খুবই নিন্দনীয়। দলমত নির্বিশেষে অপরাধীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।” জেলাশাসক মনমীত নন্দা বলেন, “রিপোর্ট পেয়ে ব্যবস্থা নেওয়া হবে।”

গন্ডারশাবকের জন্ম
প্রতিস্থাপিত গন্ডারের মৃত্যুর ঘটনার মধ্যেই পুনর্বাসিত একটি গন্ডারের বাচ্চা হওয়ায় খানিকটা হলেও স্বস্তি ফিরল মানসে। এই নিয়ে মানস জাতীয় উদ্যানে গন্ডার শাবকের সংখ্যা দাঁড়াল ৪। মানসে এখন কাজিরাঙা ও পবিতরা অরণ্য থেকে প্রতিস্থাপিত ও পশু উদ্ধার কেন্দ্র থেকে পুনর্বাসিত মোট ১৯ টি পূর্ণবয়স্ক গন্ডার রয়েছে। পশু চিকিৎসক ভাস্কর চৌধুরি জানান, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার গন্ডার পুনর্বাসন প্রক্রিয়ার অধীনে ২০০৭ সালে প্রথম যে গন্ডারটিকে মানসে পাঠানো হয়েছিল, তারই আজ বাচ্চা হয়েছে। মা মানসী ওরফে গঙ্গা ও শাবক আপাতত সুস্থ রয়েছে। তাদের কড়া নজরে রাখা হয়েছে। মানসীকে ২০০৪ সালে, কাজিরাঙার বন্যার সময় উদ্ধার করা হয়েছিল। এখন তার বয়স নয় বছর ৪ মাস। এ দিকে, ২ এপ্রিল, শিকারিদের হাতে প্রাণ দেওয়া গন্ডারটির শাবককে আপাতত উদ্ধার করে বাসবাড়ি হাতি প্রশিক্ষণ কেন্দ্র রাখা হয়েছে।

চিতাবাঘের হানা
চিতাবাঘের হানায় মৃত্যু হল ৯ বছরের এক মেয়ের। পৌড়ি জেলার একেশ্বর এলাকায়। বৃহস্পতিবার বিকেলে মেয়েটি ঘরের বাইরে খেলছিল। তখন চিতাবাঘটি মেয়েটিকে টেনে জঙ্গলে নিয়ে যায়। মেয়েটির বন্ধুদের চিৎকারে গ্রামবাসীরা চিতাবাঘটির পিছু ধাওয়া করে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.