|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
অধ্যাত্মচেতনায় উজ্জীবনের আলো |
মৃণাল ঘোষ |
মাটির দীপদানের উপর মাটির প্রদীপ। তাতে দীপশিখা জ্বলছে। নিকটেই মঙ্গলঘট। আম্রপল্লবের উপর বৃন্তযুক্ত একটি ডাব। ধূপের ধোঁয়া। বেলপাতা ছড়িয়ে আছে। এ রকমই এক পূজার পরিমণ্ডল রাজীব দেয়াশীর একটি ছবিতে। |
|
এই তরুণ শিল্পীর একক প্রদর্শনী অনুষ্ঠিত হল সম্প্রতি অ্যাকাডেমিতে। অ্যাক্রিলিকে আঁকা ২০টি ক্যানভাসে এ রকমই ধর্মীয় আধ্যাত্মিকতার অনুষঙ্গ নিয়ে প্রতিমাকল্প গড়েছেন তিনি। অধ্যাত্মচেতনায় গভীর বিশ্বাস থেকে ছবিতে তিনি উজ্জীবনের আলো খুঁজেছেন। এ রকম ঐশ্বরিক মগ্নতা আজকের দিনে বিরল।
|
প্রদর্শনী
চলছে
সিমা: সুমিত্র বসাক ২০ এপ্রিল পর্যন্ত।
যামিনী রায় গ্যালারি: ধীরাজ চৌধুরী, আদিত্য বসাক, শেখর রায়, চন্দ্র ভট্টাচার্য প্রমুখ ১২ পর্যন্ত।
আকৃতি: সমীর মণ্ডল ১৩ পর্যন্ত।
অ্যাকাডেমি: সুব্রত চৌধুরী, শেখর কর ১২ এপ্রিল পর্যন্ত। |
|