টুকরো খবর
পাক কিশোরীদের পাশে মালালা-অ্যাঞ্জেলিনা
স্বপ্নরা বেঁচেই থাকে। নিজের জীবন দিয়েই যেন প্রমাণ করল মালালা ইউসুফজাই। গত অক্টোবরে এই পাক
বৃহস্পতিবার ভিডিও
কনফারেন্সে মালালা।
ছবি: এএফপি
কিশোরীর মাথা ফুঁড়ে চলে যায় তালিবানি গুলি। মালালার অপরাধ, তালিবানি ফতোয়া অগ্রাহ্য করে স্কুলে যেতে চেয়েছিল সে। নিজের স্কুলে যাওয়া তো বন্ধ হয়ইনি। উল্টে পাকিস্তানে আরও ৪০ জন মেয়ে যাতে নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারে, এ বার সেই ব্যবস্থা করল মালালা ইউসুফজাই। বৃহস্পতিবার নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স করে ‘মালালা ফান্ড’-এর প্রথম অনুদান ঘোষণা করল সে। পাকিস্তানের সোয়াট উপত্যকায় পাঁচ থেকে বারো বছরের ৪০ জন মেয়ের পড়াশোনা ও তাদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য ৪৫০০০ ডলার দেবে এই ফান্ড। “এত খুশি আগে কখনও হইনি” ভিডিও কনফারেন্সে জানাল বছর পনেরোর এই কিশোরী। শুধু ৪০ জন নয়, চল্লিশ হাজার মেয়ে যাতে এই সুবিধা পায়, তার জন্য সকলের কাছে আর্জিও জানিয়েছে মালালা। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মালালা ফান্ডের হাতে দু’লক্ষ ডলার তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

মুশারফের মনোনয়ন বাতিল
পঞ্জাবের কাসুরের একটি নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য পেশ করা পারভেজ মুশারফের মনোনয়নপত্র বাতিল করল পাক নির্বাচন কমিশন। দেশদ্রোহের অভিযোগে মুশারফের বিচারের আর্জি শুনতে রাজি হয়েছে পাক সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে থাকার পরে পাকিস্তানের ভোটে লড়তে সম্প্রতি দেশে ফিরেছেন প্রাক্তন সামরিক শাসক মুশারফ। ফেরার আগে বেনজির ভুট্টো হত্যা মামলায় সিন্ধু হাইকোর্ট থেকে জামিন পান তিনি। কাসুরের রিটার্নিং অফিসার জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রে মুশারফের স্বাক্ষরের সঙ্গে মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের মিল নেই। ইসলামাবাদের কেন্দ্রে মুশারফের প্রার্থী হওয়ার বিরুদ্ধেও আপত্তি জানিয়েছেন জাভেদ কাসুরি নামে এক আইনজীবী। পাক সংবিধান অনুযায়ী, প্রার্থীকে সৎ চরিত্রের মানুষ হতে হয়। কাসুরির মতে, মুশারফ তেমন মানুষ নন। দেশদ্রোহের অভিযোগে মুশারফের বিচারের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন আর এক আইনজীবী তৌফিক আসিফ।

বদলায়নি মোদী-নীতি: আমেরিকা
নরেন্দ্র মোদীকে ভিসা দেওয়া নিয়ে আমেরিকার নীতি বদলায়নি বলে জানাল মার্কিন বিদেশ দফতর। বিদেশ দফতরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, “মোদী ভিসার আবেদন করতেই পারেন। তখন তাঁর আর্জি বিবেচনা করা হবে।’’ গোধরা-পরবর্তী দাঙ্গার ফলে ২০০৫ সাল থেকে মোদীকে ভিসা দেয়নি আমেরিকা। কিন্তু সম্প্রতি গুজরাতে এসে মোদীর সঙ্গে দেখা করে রিপাবলিকান পার্টির নেতা ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল। মোদীকে আমেরিকায় আসার আমন্ত্রণ জানান ওই দলের সদস্যরা।

পুরনে খবর:

গাধাবোমা
মানববোমা তো ছিলই। বোমা হিসাবে মহিলাদের ব্যবহারও আগে হয়েছে। কিন্তু তা বলে গাধার গায়ে বোমা বেঁধে বিস্ফোরণ, আফগানিস্তানে এমন কাণ্ড কেউ কখনও শুনেছেন বলে মনে করতেন পারছেন না। শুক্রবার আফগানিস্তানের আলিনগর জেলায় এই বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মী ও তিন নাগরিকের। পুলিশ সূত্রে খবর, এই হামলার পিছনে রয়েছে তালিবান। বেশ কিছু দিন ধরেই অভিনব কায়দায় হামলা চালানোর পরিকল্পনা করছিল তারা।

ভালবেসে: খুদেদের কাছ থেকে উপহার নিচ্ছেন কেট। ছবি: এএফপি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.