নিজস্ব সংবাদদাতা • ময়নাগুড়ি |
মিছিলের সামনে ছিল সুদীপ্তর ছবি দেওয়া লম্বা ব্যানার। সেই ব্যানার ধরে রবি তীর্থ ভবন থেকে হাঁটতে শুরু করেন বিমানবাবু। দুর্গা বাড়ি মোড় হয়ে মিছিল পৌঁছয় সিনেমা হল মোড়ে। সেখান থেকে ট্রাফিক মোড় হয়ে নতুন বাজার। পরে ফুটবল ময়দানের পাশ দিয়ে ফিরে যায় রবি তীর্থ ভবনে। বামফ্রন্ট সূত্রের খবর, এই প্রথম বিমানবাবু ময়নাগুড়িতে মিছিলে পা মেলালেন। ওই বিক্ষোভ মিছিলে বিমানবাবুর সঙ্গে ছিলেন সিপিএমের জেলার সম্পাদক কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই।
এ দিন মিছিলের আগে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে জলপাইগুড়ি সদর, মালবাজার, ময়নাগুড়ি, মেটেলি ও ধুপগুড়ি ব্লকের বাছাই করা বামফ্রন্ট কর্মীদের রুদ্ধদ্বার সভায় যোগ দেন তিনি। সেখানে বামফ্রন্টের চেয়ারম্যান সার্বিক বাম ঐক্য করে প্রতিটি আসনে লড়াই করার আবেদন জানান। জেলা ফ্রন্ট সুত্রে জানা গিয়েছে, বিমানবাবু কর্মীদের এ দিন সতর্ক করে দেন কোন আসনে সিপিএম প্রার্থী দিলে আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক কর্মীরা খাটবেন না, কোন আসনে আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিলে সিপিএমের কর্মীরা হাত গুটিয়ে থাকবেন, এমন যেন না হয়। সভা শেষে ফ্রন্ট চেয়ারম্যান বলেন, “এ বার জলপাইগুড়ি জেলায় সার্বিক বাম ঐক্য হবে। ঐক্যবদ্ধ ভাবে প্রতিটি আসনে লড়াই হবে।” যদিও জেলা বামফ্রন্টের কয়েক জন নেতা জানান, সংখ্যাগত ভাবে আসন ভাগাভাগি হয়েছে এখন কোন আসন কোন দল পাবে তা নিয়ে কিছু সমস্যা রয়েছে। বিমানবাবু সমস্যা দ্রুত মিতিয়ে নিতে জেলা বামফ্রন্টকে নির্দেশ দেন।
আজ বিমান বসু আলিপুরদুয়ারে। আজ, শুক্রবার আলিপুরদুয়ারে কর্মী সভা করবেন বামফ্রন্ট্রের চেয়ারম্যান বিমান বসু। আগামী পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি হিসাবে বামফ্রন্টের এই সভা হচ্ছে বলে জানান সিপিএমের জেলা কমিটির সদস্য রবীন দাশগুপ্ত। |