অপচয়ের অভিযোগ ডেপুটি মেয়রের |
গ্রীষ্মের মুখে শহরের পানীয় জল সরবরাহ নিয়ে বাসিন্দাদের নানা অভিযোগ রয়েছে। তা সমাধানে অগ্রাধিকার না দিয়ে তৃণমূল কাউন্সিলর তথা প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা শহরের সব ‘স্ট্যান্ড পোস্ট’ নীল-সাদা রং করার নামে ১৪ লক্ষ টাকা অপচয় করেছেন বলে অভিযোগ করলেন করলেন সদ্য নিযুক্ত ডেপুটি মেয়র সবিতা অগ্রবাল। বুধবার সবিতা দেবী ডেপুটি মেয়র হিসেবে শপথ নেন। তাঁর হাতেই দেওয়া হয়েছে জল সরবরাহের দায়িত্ব। তবে প্রাক্তন ডেপুটি মেয়র রঞ্জনবাবু অপচয়ের অভিযোগ মানতে চাননি। বৃহস্পতিবার প্রত্যেক মেয়র পারিষদই নিজের দফতর ঘুরে দেখেন। কিন্তু এই বোর্ডের ভবিষ্যৎ কোন পথে তা নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “আমরা পুরসভায় বিরোধী ভূমিকা পালন করব। এখন যে কংগ্রেসের বোর্ড হয়েছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না। যদি প্রশাসক নিয়োগের চেষ্টা হয় বিরোধিতা করা হবে। ৫ বছর ঠিক ভাবে বোর্ড চালাতে না-পারার দায় কংগ্রেস-তৃণমূল উভয়কেই নিতে হবে।” আগামী দিনে প্রয়োজনে অনাস্থা আনা হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
|
‘সুস্থ’ হয়ে ফের হাজতে গোবিন্দ |
চিকিৎসকেরা সুস্থ ঘোষণা করার প্রায় ২৪ ঘন্টা পরে আলু কেলেঙ্কারিতে অভিযুক্ত গোবিন্দ রায়কে হাসপাতাল থেকে জেল হাজতে নিয়ে গেলেন সংশোধনাগার কর্তৃপক্ষ। গোবিন্দবাবুকে কেন সংশোধনাগারে না রেখে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা হল তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে। আলিপুরদুয়ার মহকুমা হাসপাতাল সুপার সুজয় বিষ্ণু জানান, গত বুধবার গোবিন্দ রায়কে চিকিৎসকেরা সুস্থ ঘোষণা করেন। বিষয়টি বিকালের মধ্যে সংশোধনাগার কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। এদিন সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ সংশোধনাগার কর্তৃপক্ষ এসে তাঁকে নিয়ে গিয়েছেন। সংশোধনাগারের সুপার স্বপন ঘোষ কার দফতরের এআইজি (উত্তরবঙ্গ) কমল মুখোপাধ্যায় জানান, কর্মী কম থাকায় সমস্যা হচ্ছে। গত ১ এপ্রিল গোবিন্দবাবু আত্মসমর্পণ করেন।
|
শিলিগুড়ি, কোচবিহার বা জলপাইগুড়ির প্রাথমিক স্কুল শিক্ষক-শিক্ষিকাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন প্রশিক্ষণের ক্ষেত্রে মালদহ, মুর্শিদাবাদে যেতে হবে কেন সেই প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হল বিভিন্ন শিক্ষক সংগঠনের সদস্যরা। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে শিলিগুড়িতে প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যানের অফিসে বিক্ষোভ দেখান হয়। জলপাইগুড়ির প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য মালদহে পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে স্মারকলিপি দেয় সিপিএম প্রভাবিত শিক্ষক সংগঠন এবিপিটিএ। সদস্যদের অভিযোগ, প্রশিক্ষণ বাধ্যতামূলক। সপ্তাহে ১ দিন প্রশিক্ষণ নিতে জেলা ছেড়ে অন্তত ৩০০/৪০০ কিলোমিটার দূরে যেতে হলে সমস্যা দেখা দেবে।
|
দুই ভাইয়ের মৃত্যুর তদন্তে স্বাস্থ্য দফতর |
কালচিনিতে দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যুর কারণ জানতে তদন্ত করবে জেলা স্বাস্থ্য দফতর। আজ, শুক্রবার কালচিনি গুদাম লাইন এলাকায় একটি দল যাচ্ছে। পুলিশ এবং স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত বুধবার সকালে গুদাম লাইনের দুই নৈশপ্রহরী ভাইয়ের রহস্যজনক মৃতু হয়। দুইজনের হাতের আঙুলে কালো দাগ দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জগন্নাথ সরকার জানান, কালচিনিতে হরিলাল রবিদাস (৩৫) ও প্রেমলাল রবিদাস (৩০) নামে দুই ভাইয়ে মৃত্যু হয়েছে।
|
দ্বিতীয় বিয়েতে বাধা দেওয়ায় স্ত্রী’র উপর অত্যাচার চালানোর অভিযোগে শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে শামুকতলার উত্তর পারোকাটায় ঘটনাটি ঘটেছে। ধৃতের নাম চিত্রসেন মল্লিক। তিনি একটি বেসরকারি স্কুলের শিক্ষক। অভিযোগকারী বধূ রেখাদেবীর সঙ্গে তাঁর ২০ বছর আগে বিয়ে হয়।
|
দুই রিকশা চালকের মধ্যে মারপিটে ছুরিবিদ্ধ হলেন একজন। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি থানার ঝংকার মোড়ে। জখম ব্যক্তির নাম স্বপন দাস। বাড়ি জৌতিনগরে। তাঁকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
চা ভেবে ফলিডল খেয়ে দুই পরিবারের ৯ জন হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার চন্দনচূড়া গ্রামে। অসুস্থদের মধ্যে ৪ জন শিশু। নাম সুমন রায়, বর্ণালী রায়, প্রিয়াঙ্কা রায় ও রুমা রায়। অসুস্থ ৯ জনকেই এমজেএন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
আদিবাসী সমাজের শিশুদের শিক্ষিত করতে উদ্যোগী হয়েছেন বনবন্ধু পরিষদের সদস্যরা। গোটা দেশের পাশাপাশি দার্জিলিং জেলার প্রত্যন্ত অঞ্চল গুলিতে আদিবাসী শিশুদের নিয়ে খোলা জায়গায় শিক্ষদানের কাজ করে চলেছেন ওই সংগঠনের কর্মীরা। |