সই জাল করে টাকা তোলার অভিযোগ |
পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর জাল করে ব্যাঙ্ক থেকে টাকা তোলার অভিযোগ উঠল এক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি পাড়া ব্লকের দেউলি পঞ্চায়েত এলাকার। দেউলির পঞ্চায়েত প্রধান মনজুড়া মাহাতো সিন্দুরপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি সাঁওতালডিহি থানায় ওই কারচুপির অভিযোগ দায়ের করেন। মনজুড়াদেবী স্থানীয় পঞ্চায়েত সদস্য হওয়ায় পদাধিকার বলে গ্রাম শিক্ষা কমিটির চেয়ারম্যানও। সিন্দুরপুর প্রাথমিক স্কুলের টাকা লেনদেন হয় স্থানীয় একটি ব্যাঙ্কের মাধ্যমে। প্রধান জানান, স্কুলের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর স্বাক্ষরও প্রয়োজন। কিন্তু সম্প্রতি তিনি খবর পান প্রধান শিক্ষক তাঁর স্বাক্ষর জাল করে ব্যাঙ্ক থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন। মনজুড়াদেবীর অভিযোগ, “সম্প্রতি এমনই একটি চেকে কৃষ্ণকিশোরবাবু টাকা তোলার পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের আমার স্বাক্ষর নিয়ে সন্দেহ হয়। তাঁরা ডেকে পাঠান। দেখেই বুঝতে পারি আমার স্বাক্ষর নকল করেছেন কৃষ্ণকিশোরবাবু। খোঁজ নিয়ে জানতে পারি, এক বছরেরও বেশি সময় ধরে তিনি আমার স্বাক্ষর জাল করে টাকা তুলেছেন।” স্কুলে আসছেন না প্রধান শিক্ষক। বাড়িতে নেই। ছেলে বিবেক রায় বলেন, “বাবার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে।”
|
বিসিসিএলের ভোজুডি কোল ওয়াশারিতে বৃহস্পতিবারও তল্লাশি চালালেন সিবিআইয়ের গোয়েন্দারা। সোমবার থেকে এক ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে এই তল্লাশি অভিযান শুরু হয়। এখানে কয়লা মজুত সংক্রান্ত নথি ছাড়াও কয়লা বের হওয়ার আগে যে ওয়েব্রিজে ওজন করা হয়, তাও পরীক্ষা করা হয়। ওয়াশারির প্রকল্প আধিকারিক রাজেন্দ্র প্রসাদ যাদব বলেন “গত কয়ক দিনে সিবিআই এর দলটি বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেছে। কিন্তু কোনও বেনিয়ম পেয়েছেন কি না, সে ব্যাপারে তাঁরা আমাদের কিছু জানাননি।”
|
জঙ্গলমহলে যাতে আর অশান্তি না ছড়ায় সে জন্য সবাইকে সতর্ক থাকার অনুরোধ করলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সারেঙ্গার গড়গড়িয়ায় এক মেলার উদ্বোধনে এসে তমলুকের সাংসদ এই আর্জি রাখেন। ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুকুমার হাঁসদা-সহ বিশিষ্টজনেরা। |