লক্ষ লক্ষ টাকা তুলে পালানোর অভিযোগে একজন ভুঁইফোড় অর্থ সংস্থার ব্যবসায়ীর শপিং মলে ঢুকে লুঠপাট চালাল এজেন্ট ও গ্রাহকরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বসিরহাটের বাহাত্তর নম্বর বাসস্ট্যাণ্ডের পাশে। লুঠ হয়ে যায় অধিকাংশ জিনিসপত্র। বসিরহাট থানার আইসি শুভাশিস বণিক বলেন, “শপিং মলের মালিকের খোঁজে তদন্ত শুরু হয়েছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দেড় বছর আগে স্থানীয় ভবানিপুরে বাড়ি চিন্ময় গোলদার এবং সান্তা প্রসাদ গোলদার নামে দুই ব্যক্তির মালিকানায় বসিরহাটের বাহাত্তর নম্বর বাসস্ট্যাণ্ডের পাশে একটি দোতলা শপিং মল খোলা হয়। অন্যদিকে শপিং মলের ব্যবসার আড়ালে শুরু হয় ভুঁইফোড় অর্থ সংস্থার ব্যবসা। টাকা দ্বিগুণ করার লোভে বহু মানুষ টাকা জমা করতে আরম্ভ করেন। পরে টাকা দেওয়ার সময়সীমা পার হয়ে যাওয়া সত্ত্বেও সুদ সমেত টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভ বাড়ছিল গ্রাহক ও এজেন্টদের মধ্যে। বুধবার রাতে এজেন্টরা খবর পায়, শপিং মল বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিস্থিতি বেগতিক দেখে বৃহস্পতিবার ভোরে মানুষজন এসে লুঠপাট শুরু করে দেয় ওই ২শপিং মলে। প্রায় তিন ঘন্টা এরকম লুঠপাট চলার পর খবর পেয়ে পুলিশ গিয়ে শপিং মল সিল করে দেয়।
|
সম্পত্তির লোভে এক মহিলাকে খুনের অভিযোগে তাঁর দেওরকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সন্ধ্যায় গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় জীবনতলার কালিকাতলার বাসিন্দা উমা মাইতি (৩২) নামে ওই মহিলার ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করে পুলিশ। তাঁর বাবা বিষ্ণু মাইতির থানায় দায়ের করা ওই অভিযোগের ভিত্তিতে রাতে গ্রেফতার করা হয় উমার দেওর প্রভাস মাইতিকে। প্রায় ১১ বছর আগে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার কালীবাড়ি এলাকার বাসিন্দা উমার সঙ্গে মাইতিপাড়ার বসন্ত মাইতির বিয়ে হয়। দম্পতির এক ছেলে ও এক মেয়ে। সম্প্রতি বসন্তবাবু মারা যান। তার পর থেকেই প্রভাস বসন্তবাবুর সম্পত্তি হাতানোর চেষ্টা করছিলেন এবং তিনিই উমাকে খুন থকে দেহ ঝুলিয়ে দেন বলে অভিযোগ। পুলিশ জানায়, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।
|
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গ্রামের কিশোরীর সঙ্গে সহবাসের অভিযোগে নবম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে মগরাহাটের শ্যামনগর গ্রামের বাসিন্দা ওই কিশোরকে গ্রেফতার করা হয়। ধৃতকে এ দিনই সোনারপুরের জুভেনাইল আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে বেলঘরিয়ার হোমে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীটির সঙ্গে ওই ছাত্রটির সম্পর্ক গড়ে উঠেছিল। বুধবার বিকেলে দু’জনকে গ্রামেরই একটি ঝোপের ধারে আপত্তিকর অবস্থায় দেখতে পান কয়েক জন। পরে এ নিয়ে গ্রামে সভা হয়। কিশোরীর পরিবারের লোকজন ছাত্রটিকে প্রাপ্তবয়স্ক হলে কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ছাত্রটি আগে বিয়েতে রাজি থাকলেও ওই প্রস্তাবে রাজি হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে কিশোরীর মা থানায় অভিযোগ দায়ের করেন।
|
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত বাংলাদেশি দুষ্কৃতী |
আগ্নেয়াস্ত্র-সহ এক বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। বুধরাত রাতে স্থানীয় সাতবেড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম হৃদয় মণ্ডল। বাড়ি ঢাকার গাজিপুরে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলি ভর্তি পাইপগান। ধৃতকে জেরা করে পুলিশের দাবি, সাতবেড়িয়া এলাকায় সে বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল। বাইক পাচার চক্রের সঙ্গেও যুক্ত সে। তাকে জেরা করে তাদের সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
|
দিন কয়েক আগে দুষ্কৃতীদের হাতে খুন হয়েছিলেন ক্যানিংয়ের মিঠাখালি এলাকার সিপিএম কর্মী রবীন দাস। সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত অশোক দাস ওরফে কলাকে বুধবার রাতে ওই এলাকা থেকেই গ্রেফতার করল পুলিশ।
|
কেপমারির সন্দেহে ব্যাঙ্কের মধ্য থেকে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম অমিত সিংহ ও সঞ্জয় সিংহ। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে নদিয়ার চাকদহের শিমুরালীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বহিরাগত চার জন যুবক অন্যান্য যুবকদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়েছিল। তাদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়।
|
আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। বুধবার রাতে বিবিরাবাদ এলাকার বাসিন্দা ভোলা শেখ নামে ওই দুষ্কৃতীকে তার বাড়ি থেকেই ধরা হয়। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করেছে পুলিশ। |