এসএফআইয়ের ডাকা কর্মসূচি ঘিরে অশান্তি ছড়াল দুই জেলায়
মিছিল করার সময়ে বৃহস্পতিবার চুঁচুড়ার পিপুলপাতিতে আক্রান্ত হলেন সিপিএমের ছাত্র-যুব কর্মীদের কয়েক জন। তৃণমূল ওই হামলা চালায় বলে অভিযোগ। জখম হন কয়েক জন। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসে পুলিশ। ডিওয়াইএফআইয়ের তরফে এ নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অবশ্য কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ জানায়, অভিযোগ তদন্ত হচ্ছে। হামলার অভিযোগ মানেনি তৃণমূল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতায় আইন-অমান্য কর্মসূচিতে যোগ দিতে আসা এসএফআই নেতা সুব্রত গুপ্তর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এ দিন রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল এসএফআই। সকাল ১১টা থেকে ১৫ মিনিট রাস্তা অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল এসএফআই-ডিওয়াইএফের তরফে। হুগলি জেলার বিভিন্ন জায়গায় ওই কর্মসূচি পালিত হয়। চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবরোধে যোগ দিতে সকাল ১০টা নাগাদ পিপুলপাতি থেকে মিছিল শুরু করেন এসএফআই এবং ডিওয়াইএফের শ’খানেক কর্মী-সমর্থক। অভিযোগ, তখনই বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক লাঠিসোটা নিয়ে তাঁদের দিকে তেড়ে আসে। হামলাকারীদের হাতে তাঁদের কয়েক জন প্রহৃত হন বলে অভিযোগ। তাঁদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশি হেফাজতে সুদীপ্ত গুপ্তের মৃত্যুর প্রতিবাদে এসএফআইয়ের
অবরোধ। বৃহস্পতিবার চুঁচুড়ায় তাপস ঘোষের ছবি।
এসএফআইয়ের জেলা সম্পাদক পার্থ দাস বলেন, “আমাদের কর্মসূচি বানচাল করতেই ওরা অতর্কিতে হামলা করে। পাঁচ জন আহত হয়েছেন।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভজিৎ সাউ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “ওখানে কোনও ঘটনাই ঘটেনি। আসলে প্রচারের আলোতে আসার জন্য ওরা এ সব করছে।”
অন্য দিকে, এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘটে অশান্তি ছড়াল উলুবেড়িয়া কলেজেও। বৃহস্পতিবার এই কলেজে টিএমসিপি এবং এসএফআইয়ের মধ্যে হাতাহাতি হয়। কিছু ছাত্র ছাত্র সংসদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
পুলিশ ও কলেজ সূত্রে খবর, এ দিন ধর্মঘটের সমর্থনে এসএফআইয়ের সমর্থকেরা কলেজ চত্বরের ভেতরে একটি মিছিল করেন। এসএফআইয়ের অভিযোগ, ফেরার সময়ে ছাত্র সংসদ কার্যালয়ের সামনে হাজির টিএমসিপির কিছু কর্মী-সমর্থক তাঁদের কটূক্তি করে। চড়াও হয়।
অন্য দিকে, টিএমসিপির পাল্টা অভিযোগ, মিছিল করে ফেরার সময়ে এসএফআই সমর্থকেরাই বিনা প্ররোচনায় তাদের সংগঠনের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেয়। কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এরপরেই টিএমসিপি-র পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে এসএফআই।
ভাঙচুর টিএমসিপি-র ঘরে। উলুবেড়িয়ায় নিজস্ব চিত্র।
এ দিনই ডোমজুড়ে প্রশস্ত দুর্লভচন্দ্র সাহা হাইস্কুলে হামলা চালানোর অভিযোগ উঠেছে এসএফআইয়ের বিরুদ্ধে। স্কুল পরিচালন সমিতির অভিযোগ, পঠনপাঠন শুরু হওয়ার আগেই স্থানীয় সিপিএম এবং এসএফআইয়ের কয়েক জন কর্মী-সমর্থক স্কুলে ঢুকে পড়ে। তারা ছাত্রছাত্রীদের স্কুল ছেড়ে চলে যেতে বলে। ওই সময়ে মিড-ডে মিল রান্না শুরু হয়ে গিয়েছিল। অভিযোগ, হামলাকারীরা ভাতের হাঁড়ি উল্টে ফেলে দেয়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রাঁধুনিদের মারধর করে। তৃণমূল পরিচালিত স্কুল পরিচালন সমিতির সম্পাদক শেখ নিজাম বলেন, “হামলাকারীদের ভয়ে ছাত্রছাত্রীরা স্কুল ছেড়ে চলে যায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা থানায় অভিযোগ দায়ের করেছেন।”
এসএফআইয়ের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে জানানো হয়েছে, তাঁদের সমর্থকেরা বন্ধের সমর্থনে পিকেটিং করছিলেন। স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা চড়াও হন। নিজেরাই এই অপকর্ম ঘটিয়ে এখন এসএফআইয়ের ঘাড়ে দোষ চাপাচ্ছে স্কুল কর্তৃপক্ষ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.