নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া ও উলুবেড়িয়া |
এসএফআইয়ের জেলা সম্পাদক পার্থ দাস বলেন, “আমাদের কর্মসূচি বানচাল করতেই ওরা অতর্কিতে হামলা করে। পাঁচ জন আহত হয়েছেন।” তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভজিৎ সাউ অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, “ওখানে কোনও ঘটনাই ঘটেনি। আসলে প্রচারের আলোতে আসার জন্য ওরা এ সব করছে।”
অন্য দিকে, এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘটে অশান্তি ছড়াল উলুবেড়িয়া কলেজেও। বৃহস্পতিবার এই কলেজে টিএমসিপি এবং এসএফআইয়ের মধ্যে হাতাহাতি হয়। কিছু ছাত্র ছাত্র সংসদের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
পুলিশ ও কলেজ সূত্রে খবর, এ দিন ধর্মঘটের সমর্থনে এসএফআইয়ের সমর্থকেরা কলেজ চত্বরের ভেতরে একটি মিছিল করেন। এসএফআইয়ের অভিযোগ, ফেরার সময়ে ছাত্র সংসদ কার্যালয়ের সামনে হাজির টিএমসিপির কিছু কর্মী-সমর্থক তাঁদের কটূক্তি করে। চড়াও হয়।
অন্য দিকে, টিএমসিপির পাল্টা অভিযোগ, মিছিল করে ফেরার সময়ে এসএফআই সমর্থকেরাই বিনা প্ররোচনায় তাদের সংগঠনের ফেস্টুন, ব্যানার ছিঁড়ে দেয়। কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায়। এরপরেই টিএমসিপি-র পক্ষ থেকে উলুবেড়িয়া থানায় এসএফআইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে এসএফআই। |