|
|
|
|
বাগদায় পথ অবরোধে হামলা, তৃণমূল অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
আইন অমান্য আন্দোলনে ছাত্র নেতা এসএফআইয়ের সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্যজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল এসএফআই এবং ডিওয়াই এফ। সেই অবরোধ চলাকালীন বাইকে করে আসা একদল যুবকের বিরুদ্ধে অবরোধকারীদের মারধরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে সকাল ১১টা নাগাদ উত্তর ২৪ পরগনার বাগদা থানার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে বাজিতপুর-বনগাঁ রাস্তায়। ওই ঘটনায় আহত দুই এসএফআই কর্মী কঙ্কন হালদার ও জয়দীপ হালদার এবং এক ডিওয়াইএফ কর্মী সৌমিত্র রাহাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এ নিয়ে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। এসএফআইয়ের বনগাঁ জোনাল কমিটির সম্পাদক নিশীথ মণ্ডলের অভিযোগ, “এ দিন বেলা সওয়া ১১ নাগাদ তৃণমূলের কিছু লোক বাইকে করে এসে লাঠি-সোটা নিয়ে আমাদের মারধর করে অবরোধ তুলে দেয়।” যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের বাগদা ব্লকের সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওরাই স্কুল থেকে বেঞ্চ বের করে এনে রাস্তায় পেতে অবরোধ শুরু করে। ছাত্র, স্কুলের অশিক্ষক কর্মচারি এবং স্থানীয় মানুষ তার প্রতিবাদ করেন। তাতে ধস্তাধস্তি হয়। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।” বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এসএফআই এবং ডিওয়াইএফ কর্মীদের শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। |
|
|
|
|
|