টুকরো খবর |
ট্যাঙ্কার উল্টে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
তেল ভর্তি ট্যাঙ্কার উল্টে পড়ল রাস্তার ধারে বাড়ির উপর। টাঙ্কারের চাপে ভাঙল বাড়ি। দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। বুধবার রাতে এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার বাড়খোদা গ্রামে তমলুক-পাঁশকুড়া সড়কে। মৃত মহিলা নাম সালেমা বিবি (৩৩)। তাঁর শাশুড়ি রাবেয়া বিবিও (৬০) গুরুতর জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রাধামনির দিকে যাওয়ার পথে তমলুক শহরের কিছু দূরে বাড়খোদা গ্রামের কাছে একটি তেল ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি টালির চালের ও একটি গুমটি বাড়ির উপর উল্টে পড়ে। টালির চালের বাড়ির ভিতরে থাকা সালেমা ও রাবেয়া বিবি ট্যাঙ্কারের তলায় চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় সালেমার। গুরতর আহত অবস্থায় রাবেয়া বিবিকে উদ্ধার করে প্রথমে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে বাড়ির কিছু দূরে ধর্মীয় অনুষ্ঠান ছিল। বাড়ির প্রায় সকলেই অনুষ্ঠানস্থলে চলে গিয়েছিলেন। ছিলেন শুধু শাশুড়ি ও বউমা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁদের উদ্ধার করলেও ততক্ষণে সালেমার মৃত্যু হয়েছে। ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক। ট্যাঙ্কারটিকে আটক করা হয়েছে।
|
গন্ধে অসুস্থ ছাত্রীরা, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুলের ব্যাগে কড়া সুগন্ধী নিয়ে এসেছিল এক ছাত্রী। তা উল্টে গন্ধ ছড়িয়ে পড়ায় অসুস্থ হল ১৫ জন। বৃহস্পতিবার ঘাটাল থানার কুঠীকোনারপুর হাইস্কুলে ঘটনাটি ঘটে। মাস ছ’য়েক আগেও স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এ দিন তাই অভিভাবকদের একাংশ স্কুলে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষকদের ঘর লক্ষ করে ইট-পাথর ছোড়েন তাঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, স্কুল ছুটি দিয়ে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। পরে ঘাটাল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে। স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষ জানান, অসুস্থদের মধ্যে ১০ জন ছাত্রী ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
|
মাকে মেরেছে বাবা, বলল মেয়ে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ঝগড়ার সময় মুখে বালিশ চাপা দিয়ে মাকে মেরে ফেলেছে বাবাআদালতে এমনটাই জানাল দশ বছরের মেয়ে। বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাবুয়া গ্রামের সালমা বিবির (২৬) অস্বাভাবিক মৃত্যু হয়। তাঁর স্বামী শেখ মোজাফফর পেশায় রাজমিস্ত্রি। তিনি নিয়মিত কাজে যেতেন না বলে অশান্তি লেগেই ছিল। মেয়ে মুসকান খাতুনের কথায়, “ঝগড়ার সময় বাবা আমাকে বাড়ি থেকে বার করে দেয়। জানলা দিয়ে দেখি, মায়ের মুখে বালিশ চেপে আছে বাবা। একটু পরে বাবা পালিয়ে গেলে লোকজনদের ডেকে আনি।”
|
ছেলেকে কুপিয়ে খুন, গ্রেফতার মা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
মদ্যপ ছেলে বাড়ি ফিরে খাবার চেয়েছিলেন। ছেলের আচরণে ক্ষুব্ধ মা বকাঝকা শুরু করলে গণ্ডগোল বাধে। উত্তেজনার বশে ছেলে শাবল নিয়ে মাকে মারতে গেলে মা কাটারি দিয়ে কুপিয়ে খুন করেন ছেলেকে। বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বরগোদা গ্রামের ঘটনা। মৃত যুবকের নাম শ্রীমন্ত মণ্ডল (২৬)। খুনের অভিযোগে মা নিয়তি মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, আত্মরক্ষার জন্য ছেলেকে মেরেছেন বলে স্বীকার করেছেন নিয়তিদেবী।
|
গাড়ি চালকদের বিক্ষোভ চলছেই
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
৬ বছরের বেশি পুরনো গাড়ি নেওয়া হবে নাএই সিদ্ধান্তের জেরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে চুক্তির ভিত্তিতে নেওয়া বেশ কিছু গাড়ি পুনর্নবীকরণ করা হয়নি। তারই প্রতিবাদে গাড়ি চালকরা গত সোমবার থেকে বিক্ষোভ করছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে। এ দিন গাড়ি চালকদের দাবি নিয়ে স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠন তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারের অফিসে স্মারকলিপি দেয়। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, গাড়ি চালকদের দাবির বিষয়ে রাজ্য বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিগমের নির্দেশ মেনেই চলা হবে।
|
মানসের আর্জি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দিনে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বোরো চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক মাস ধরে পশ্চিম মেদিনীপুরে এই অবস্থা চলছে বলে বিদ্যুৎ মন্ত্রীকে জানালেন জেলার কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া। বৃহস্পতিবার মহাকরণে বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তর সঙ্গে দেখা করে অবিলম্বে এর প্রতিকারের আর্জি জানান মানসবাবু। পরে তিনি বলেন, “মণীশবাবু সব শুনে আজ, শুক্রবার বিদ্যুৎ ভবনে জরুরি বৈঠক ডেকেছেন।” সেখানে মানসবাবুকেও থাকতে বলা হয়েছে।
|
যুব’র নয়া সভাপতি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
দু’দিন ধরে যুব কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন হল পশ্চিম মেদিনীপুরে। বিধানসভা, লোকসভা এবং প্রদেশ— তিনটি স্তরের কমিটির জন্য নির্বাচন হয়। বুধবার মেদিনীপুর লোকসভা, বৃহস্পতিবার ঘাটাল এবং ঝাড়গ্রাম লোকসভা এলাকায় নির্বাচন হয়। মেদিনীপুর লোকসভা এলাকার সভাপতি হয়েছেন পার্থ ভট্টাচার্য, ঝাড়গ্রামে সভাপতি হন মহম্মদ সামিম এবং ঘাটালে সুপ্রিয় বেরা। |
|