নানা অস্বস্তি নিয়ে গোয়া যাচ্ছেন করিম |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
স্পোর্টিং ক্লুব দ্য গোয়া-র হঠাৎ করে মাঠ পরিবর্তনের সিদ্ধান্তে ক্ষুব্ধ মোহন কোচ করিম বেঞ্চারিফা!
আই লিগের দ্বিতীয় পর্বে গোয়ার দলগুলোর সব ম্যাচই হওয়ার কথা তিলক ময়দানে। কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে রবিবারের গুরুত্বপূর্ণ ম্যাচ স্পোর্টিং সরিয়ে নিয়ে এসেছে মাপুসা-র দুলের স্টেডিয়ামে। যার ফলে ম্যাচের সময়ও এগিয়ে আনতে হয়েছে। গোয়ার গরমে নবিদের খেলতে হবে চারটে থেকে। বৃহস্পতিবার শহরে অনুশীলনের পর বিরক্ত করিম বলেন, “অন্তত এক সপ্তাহ আগে যদি জানতাম মাপুসায় খেলতে হবে, তবে সে ভাবেই ব্যবস্থা করা যেত। হঠাৎ মাঠ বদলে যাওয়ায় আমাদের সমস্যা হয়ে গেল।”
তিলক ময়দানে খেলা ছিল বলে সেখানেই হোটেলের ব্যবস্থা করে রেখেছিলেন বাগান কর্তারা। এখন শেষ মুহূর্তে মাপুসায় হোটেল ঠিক করতে হয়েছে। তারও পর আজ শুক্রবার মোহনবাগানের গোয়া পৌঁছতে বিকেল হয়ে যাবে। মাপুসায় গিয়ে আর অনুশীলন করা সম্ভব হবে না বলে, শুক্রবারটা তিলক ময়দানের কাছেই থাকবেন ওডাফারা। সেখানেই নৈশালোকে অনুশীলন করবেন। শনিবার সকালে ঘণ্টাখানেক ‘জার্নি’র পর মাপুসায় পৌঁছে দুলের স্টেডিয়ামে অনুশীলনে নামবে সবুজ-মেরুন। কল্যাণী স্টেডিয়ামে স্বাভাবিক ঘাসের মাঠে টানা খেলার ফলে মাপুসায় কৃত্রিম ঘাসের মাঠে মানিয়ে নেওয়াটাও কিছুটা সমস্যার হতে পারে টোলগেদের কাছে। সব মিলিয়ে তাই চটেছেন বাগানের মরক্কান কোচ।
করিমের এ দিন আর এক অস্বস্তির কারণ জাতীয় দলের ফুটবলার জুয়েল রাজাকে স্পোর্টিং ম্যাচের ১৮ জনের দলে না রাখা নিয়ে। মোহন কোচ অবশ্য যুক্তি দিচ্ছেন, “আমার টিমের যে ফুটবলাররা মানসিক ভাবে বিধ্বস্ত। ভাল পারফরম্যান্স করতে পারছে না, তাঁদের আমি দলে রাখিনি।” তবে মোহনবাগান শিবিরের খবর, পারফরম্যান্সের জন্য নয়, পরের মরসুমের জন্য এখনই (ক্লাব যখন আই লিগে অবনমন বাঁচাতে লড়ছে), অন্য দলের সঙ্গে কথা বলার কারণে নাকি বাদ পড়তে হচ্ছে বজবজের ছেলেটিকে। এ দিকে কার্ড সম্যসায় ক্লুব ম্যাচে অন্যতম ডিফেন্ডার ইচেকে পাওয়া যাবে না। তা সত্ত্বেও জুয়েল রাজাকে দলে না রাখায় করিমের সিদ্ধান্ত এই মুহূর্তে সবুজ-মেরুনে প্রশ্নের মুখে! |