‘বিদ্রোহী’ সোমদেব শুরু করছেন ভারতের লজ্জানিবারণের লড়াই |
মহেশ ভূপতির শহরে দীর্ঘ আঠাশ বছর পর ভারত ডেভিস কাপে শুক্রবার নামছে ভূপতির ‘ব্রেন-চাইল্ড’ ভারতীয় টেনিস প্লেয়ার’স্ সংস্থার (আইটিপিএ) মুখপাত্র সোমদেব দেববর্মনের হাত ধরে! যে আইটিপিএ-কে ভারতীয় টেনিস সংস্থার (এআইটিএ) কর্তারা দেখছেন দেশের বিদ্রোহী টেনিস তারকাদের মঞ্চ হিসেবে।
নিজের শহরে মহেশ কোর্টের বাইরে থাকছেন। পেশাদার সার্কিটে তাঁর ডাবলস জুটি রোহন বোপান্নার মতোই তিনিও ইন্দোনেশিয়ার বিরুদ্ধে জাতীয় দলে ব্রাত্য। তা সত্ত্বেও শনিবার টাইয়ের দ্বিতীয় দিন মহেশ এআইটিএ-র সংবর্ধনা নিতে কর্নাটক রাজ্য টেনিস সংস্থার স্টেডিয়ামে হাজির থাকছেন। যেমন শুক্রবার সেখানকার হার্ডকোর্টে ভারতের ডেভিস কাপে লজ্জানিবারণের লড়াই শুরু করছেন ‘বিদ্রোহী’ সোমদেব। ডেভিস কাপের ইতিহাসে প্রথমবার আঞ্চলিক (এশিয়া-ওশেনিয়া) গ্রুপেরও দ্বিতীয় ডিভিশনে নামার লজ্জা থেকে বাঁচতে ভারতকে বেঙ্গালুরু টাই জিততেই হবে। যার মধ্যেই আবার বেঙ্গালুরুতেই শনিবার বিদ্রোহী প্লেয়ার গোষ্ঠী আর জাতীয় টেনিস কর্তাদের প্রথম বৈঠক বসছে। সব মিলিয়ে অভিনব পরিস্থিতি ভারতীয় টেনিসে! |
দেশপ্রেমী লিয়েন্ডার পেজ আবার এ সবের বাইরে অন্য চিন্তায় মগ্ন। মুম্বইয়ে পারিবারিক কাজে এক রাত কাটিয়ে আজই তাঁর বেঙ্গালুরুতে প্রত্যাবর্তন ঘটেছে। এবং ২৩ বছরের ডেভিস কাপের জীবনে ৫০তম টাইয়ে অংশ নেওয়ার প্রাক্কালে আগামী জুনে ৪০ বছরে পা দিতে চলা লিয়েন্ডার এ দিন ঘোষণা করেন, “২০১৬ অলিম্পিক খেলা আমার লক্ষ্য। ব্রাজিল আমার সপ্তম অলিম্পিক হবে। এতগুলো অলিম্পিক খেলার রেকর্ড আর কোনও খেলায় এ দেশে কারও নেই। য়ুকি, সোমদেব, সনমযারা ভারতীয় টেনিসের ভবিষ্যৎ ওরাই আমাকে উদ্বুদ্ধ করছে আরও সাড়ে তিন বছর পরে অলিম্পিক খেলার। আমার ফিটনেস, শারীরিক সুস্থতা এখনও এতটাই আছে যে, ২০১৬ পর্যন্ত শীর্ষ পর্যায়ের টেনিস খেলে দিতে পারব।”
আপাতত শনিবার বিশ্ব র্যাঙ্কিংয়ে আট নম্বর ডাবলস তারকা লিয়েন্ডার ডেভিসে সনমকে নিয়ে নামবেন সুশান্ত-সিয়ে জুটির বিরুদ্ধে। তার আগে প্রথম দিনের দ্বিতীয় সিঙ্গলস খেলবেন যুকি। ইন্দোনেশিয়ার সেরা প্লেয়ার (এটিপি র্যাঙ্কিং ২৫০) ক্রিস্টোফার রাঙ্কাটের বিপক্ষে। আর ভারতের এক নম্বর সিঙ্গলস প্লেয়ার সোমদেবের (বিশ্ব র্যাঙ্কিং ২০৮) বিরুদ্ধে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়া তাদের দ্বিতীয় সেরা প্লেয়ারকে না নামিয়ে অভাবিত খেলাচ্ছে অনভিজ্ঞ নুগ্রহ-কে। ভারতের বর্ষীয়ান নন প্লেয়িং ক্যাপ্টেন শিবপ্রকাশ মিশ্রের এটাই শেষ টাই। তাঁর মতোই তাঁর ছেলেদেরও আশা, ৫-০ জিতে দলনেতাকে ‘বিদায়ী উপহার’ দিতে পারবেন। ইন্দোনেশিয়া টাইয়ে ভারতের অতীত সাফল্য একশো শতাংশ (পাঁচে পাঁচ) ঠিকই। কিন্তু এ বার ৫-০ হবে কি? বর্তমান ভারতীয় টেনিসে যা ডামাডোল! |