ক্লান্তি ভোগাবে না আইপিএলে, দাবি ধোনির |
টেস্ট সিরিজ শেষ করার দিন দশেকের মধ্যেই সম্পূর্ণ অন্য ফর্ম্যাটের ক্রিকেট। তাও টানা দেড় মাসের উপর খেলা। দীর্ঘ আন্তর্জাতিক মরশুমের ধকল থেকে উঠেই নেমে পড়তে হচ্ছে ক্রিকেটের সনাতন রূপ ছেড়ে জেট গতির খেলায়। আইপিএল সিক্সে শেষ পর্যন্ত ক্লান্তি ভারতীয় দলের ক্রিকেটারদের ভোগাবে না তো? প্রশ্নটা ক্রিকেটমহলে ঘোরাফেরা করলেও ভারতীয় দলের অধিনায়ক ধোনি গুরুত্ব দিতে রাজি নন। |
বলেছেন, “মনে হয় আমরা কেউই খুব একটা ক্লান্ত নই। গত কয়েক দিনে প্র্যাক্টিস করে সবাই নতুন পরিবেশের সঙ্গে মানিয়েও নিয়েছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিতে (চেন্নাই সুপার কিংস) যে ভারতীয় ক্রিকেটাররা আছে, তাদের কথাই ধরুন। কোচ স্টিভন ফ্লেমিংয়ের সঙ্গে আমরা গত পাঁচ দিন প্র্যাক্টিস করছি। বুধবার আমি একটা ভাল সেশনও কাটিয়েছি। ক্রমশ আইপিএল পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি সকলেই।” ক্রিকেটের ফর্ম্যাট পাল্টে গেলেও ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে যাঁরা ফর্মে রয়েছেন, তাঁদের কোনও সমস্যা হবে বলে মনে করেন না সিএসকে অধিনায়ক ধোনি। চেন্নাই সুপার কিংসের এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে ফর্মে আছে, সে ভালই খেলবে। টেস্ট আর আইপিএল খেলার মধ্যে তফাত আছে ঠিকই, কিন্তু ভাল ফর্মে থাকলে সব ফর্ম্যাটেই ভাল খেলা যায়। সে দিক থেকে আমাদের দলের বাড়তি সুবিধা, আমাদের বেশ কয়েক জন ভারতীয় দলে খেলা ক্রিকেটার আছে। এবং তারা ভাল ফর্মে আছে।” |