জয়ের মেজাজেও নাইট শিবিরে ধাক্কা তিন বিদেশিকে নিয়ে
জেমস প্যাটিনসন।
ব্রেন্ডন ম্যাকালাম।
সাকিব আল হাসান।
আইপিএল সিক্সের উদ্বোধনী ম্যাচে মধুর জয়ের রেশ তেতো করে দেওয়া তিনটে নাম। কলকাতা নাইট রাইডার্স শিবিরে এই মুহূর্তে যাঁদের না থাকাটা বড়সড় ধাক্কা বলেই মনে করছে ক্রিকেটমহল।
ম্যাকালাম অনিশ্চিত
প্যাটিনসন নেই।
সাকিবকে টুর্নামেন্টের একটা বড় অংশে পাওয়া যাবে না। জিম্বাবোয়ে সফর শেষ করে কেকেআর শিবিরে যোগ দেবেন ১২ মে-র পর। অর্থাৎ ইডেনের স্পিনিং ট্র্যাকে সাকিবের বাঁ হাতি স্পিনের ফায়দা তুলতে পারবে না কেকেআর। ম্যাকালাম আবার হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। কবে আসবেন, এখনও ঠিক নেই। ৮ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়পুরে তাঁকে পাওয়া যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। শোনা যাচ্ছে ম্যাকালামের আসতে আসতে সপ্তাহ খানেক লেগে যেতে পারে। এত কিছুর পর বৃহস্পতিবার নাইট শিবিরে নতুন দুঃসংবাদ জেমস প্যাটিনসনও আইপিএলে নেই।নাইট শিবিরে এ দিন সকাল পর্যন্ত খবর ছিল, প্যাটিনসন আসছেন শুক্র নইলে শনিবার। কিন্তু দুপুর নাগাদ ক্রিকেট অস্ট্রেলিয়া পরিষ্কার জানিয়ে দেয়, প্যাটিনসনের তলপেটে অস্ত্রোপচার হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও খেলতে পারেন, কিন্তু আইপিএলে নামার কোনও সম্ভাবনা নেই। তবে এই অস্ত্রোপচারের ফলে প্যাটিনসনের অ্যাসেজ-প্রস্তুতিতে কোনও অসুবিধা হবে না। কারও কারও মনে হচ্ছে মর্যাদার অ্যাসেজের কথা মাথায় রেখেই প্যাটিনসনকে নিয়ে আর ঝুঁকি নিল না ক্রিকেট অস্ট্রেলিয়া।নাইট কর্তারা অবশ্য এ সব নিয়ে ভাবতেই রাজি নন। বরং সাফ সাফ বলে দেওয়া হচ্ছে, প্যাটিনসন নিয়ে এত বিপন্ন হয়ে পড়ার কিছু নেই। প্যাটিনসন গত বার একটা ম্যাচও খেলেননি। এ বারও খেলার সম্ভাবনা কম ছিল। এক কর্তা বলে ফেললেন, “আমরাই বরং ওকে বলছিলাম, তুমি ফিট হয়ে এসো। পেলে ঠিক ছিল। কিন্তু না পেলেও বিশাল ক্ষতি হল, ভাবার কারণ নেই।” বলা হচ্ছে, ব্রেট লি-বালাজি আছেন। সামি আহমেদ ডাগআউটে বসে। রায়ান ম্যাকলারেনও তাই। এঁরাই সামলে দেবেন। কিন্তু মাঝে কালিস বা লি-র মধ্যে কেউ চোট পেয়ে গেলে? তখন কী হবে? কেকেআর কর্তাদের উত্তর: কালিস চোট পেলে হাডিন আছে। নারিন চোট পেলে সচিত্র সেনানায়কে আছে। লি চোট পেলে ম্যাকলারেন আছে।
ইডেনে বাজারের পর শহরে বাজার। বান্ধবীকে নিয়ে নারিন। ছবি: শঙ্কর নাগ দাস
ক্রিকেটাররা এ দিন ছুটির মেজাজেই ছিলেন। অনুশীলন নয়, নাইটদের ‘টু ডু’ লিস্টে ছিল স্রেফ ছুটি। এক দিকে কালিস, ইয়ন মর্গ্যান, দুশখাতে-দের নিয়ে আরসিজিসি-তে প্রায় পাঁচ ঘণ্টা ধরে গল্ফ খেললেন নাইট কোচ ট্রেভর বেলিস। অন্য দিকে বান্ধবীকে নিয়ে প্রায় গোটা দুপুর কেনাকাটা করে কাটিয়ে দিলেন বুধবারের নায়ক সুনীল নারিন। তবে ছুটির মেয়াদ মোটে চব্বিশ ঘণ্টা। শুক্রবার থেকেই যুদ্ধের প্রস্তুতি শুরু। দিল্লি-বধ শেষ। এ বার সামনে রাজস্থান রয়্যালস।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.