|
|
|
|
শ্লীলতাহানির প্রতিবাদ করে খোয়া গেল দু’টো হাতই |
নিজস্ব প্রতিবেদন |
প্রতিবাদ-বিক্ষোভ-আন্দোলন চলছেই, চলছে নারী-নিগ্রহের ঘটনাও। অগত্যা বিভিন্ন অনুষ্ঠান, টিভি চ্যানেলে প্রচার শুরু হয়েছে মেয়েদের সুরক্ষায় এ বার ছেলেরাই এগিয়ে আসুন। বিভিন্ন ঘটনার উল্লেখ করে মেয়েদের মুখেই প্রচার ‘তুমি আমার চোখে নায়ক হয়ে ওঠো’। সে রকমই করেছিলেন ২৮ বছরের এক তরুণ। নাম মনু পিল্লাই। একটি মেয়েকে বাঁচাতে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পরিণতি দু’টো হাতই হারাতে হল তাঁকে।
বুধবার ভোর রাত। মালাবার এক্সপ্রেসের একটা সাধারণ কামরা। চার জন লোক মিলে ক্রমাগত অভব্য আচরণ করে চলেছে একটি মেয়ের সঙ্গে। গালিগালাজও করছিল। তাই দেখে এগিয়ে আসেন মনু। প্রতিবাদ জানান। আলুবা স্টেশন থেকে উঠেছিলেন তিনি, ম্যাঙ্গালোর যাচ্ছিলেন। প্রাথমিক ভাবে মনুর কাছে বাধা পেয়ে সেখান থেকে চলে যায় দুষ্কৃতীরা। কিন্তু কিছু ক্ষণ পরেই তারা ফিরে আসে।
ফিরে এসেই মনুকে বেধড়ক মারতে শুরু করে চার জনে। এর পর চলন্ত ট্রেন থেকে তাঁকে ছুড়ে ফেলে দেয় দুষ্কৃতীরা। সকালে চেরুতুর্থির কাছে রেল লাইনের উপর মনুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তারাই পুলিশকে খবর দেয়। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় মনুকে। পরে তাঁকে ত্রিশূর হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু তত ক্ষণে জল গড়িয়েছে বহু দূর। ট্রেন লাইনে পড়ে থাকা অবস্থাতে হাতের উপর দিয়ে চলে গিয়েছে ট্রেনের চাকা। পিষে দিয়েছে দু’টো হাত। রক্ষা করা যায়নি, অস্ত্রোপচারে বাদ গিয়েছে দু’টো হাতই। মাথাতেও আঘাত রয়েছে। তবে আপাতত জীবনসঙ্কট আর নেই। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদ কেটে গিয়েছে।
গত কাল রাতে জ্ঞান ফেরে মনুর। তখনই প্রকাশ্যে আসে গোটা ঘটনা। তবে দুষ্কৃতীরা অধরাই। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। |
|
|
|
|
|