|
|
|
|
পুলিশের উপরে জঙ্গি হামলা, হত ৫ |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পঞ্চায়েত ভবন উড়িয়ে দেওয়ার পরে এ বার সরাসরি পুলিশকেই নিশানা করল মাওবাদীরা। আজ সকালে গুমলার প্রকাশ্য রাস্তায় পুলিশ কর্মীদের উপরে গুলি চালায় মাও জঙ্গিরা। ঘটনায় পাঁচ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে রাঁচির হাসপাতালে।
ঝাড়খণ্ড পুলিশের ডিরেক্টর জেনারেল রাজীব কুমার বলেন, “ওই পুলিশ কর্মীরা সে সময় এলাকায় টহল দিচ্ছিল। চারটি মোটর সাইকেলে করে এসে জঙ্গিরা গুলি চালায়। ঘটনাস্থলেই চার পুলিশ কর্মীর মৃত্যু হয়। একজন পরে হাসপাতালে মারা যান।” নিহত পুলিশ কর্মীরা হলেন, ভোলা সিংহ, দিলীপ বেদিয়া, রামনারায়ণ রাম ও ছোটেলাল মুর্মু। ঘটনাস্থলেই তাঁরা মারা যান। আহত এএসআই গোপাল সিংহ ও জিপের চালক ডায়মণ্ড টিরকিকে রাঁচিতে নিয়ে আসা হয়। বিকেলে হাসপাতালে গোপালের মৃত্যু হয়। তাঁর পেটে ও পায়ে গুলি লেগেছিল। ডায়মণ্ডের চিকিৎসা চলছে। |
|
আহত এক পুলিশ কর্মীকে নিয়ে আসা হচ্ছে রাঁচিতে। ছবি: মুন্না কামদা |
প্রত্যক্ষদর্শীরা জানান, গুমলার চয়েনপুর বাজারে আজ হাট ছিল। দুপুর সাড়ে বারোটা নাগাদ, পুরো দস্তুর ব্যবসা-বাণিজ্য যখন চলছে, সেই সময় চারটি মোটর সাইকেলে চেপে এসে কয়েকজন জঙ্গি আচমকাই গুলি চালাতে শুরু করে। তাদের নিশানা ছিল হাটে নজরদারি চালানো পুলিশের একটি জিপ। তাদের কাছে আধুনিক মানের আগ্নেয়াস্ত্র ছিল বলেই দাবি স্থানীয় মানুষের। তাঁরা জানান, জিপের সামনে এসে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। যার জেরে জিপের ভিতরে থাকা পুলিশ কর্মীরা পাল্টা গুলি চালানোর সুযোগই পাননি। আতঙ্কে পালাতে গিয়ে বহু সাধারণ মানুষ পদপিষ্ট হয়ে
চোট পান।
চাতরার লাকরাবান্দার জঙ্গলে দলছুট জঙ্গি গোষ্ঠী, তৃতীয় প্রস্তুতি কমিটির (টিপিসি) গুলিতে দশ মাও জঙ্গির নিহত হওয়ার পরে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিরোধ সপ্তাহ পালন করছে মাও জঙ্গিরা। এই সপ্তাহের মধ্যে একাধিক নাশকতার ঘটনা তারা ঘটাবে বলে প্রশাসনকে ‘চ্যালেঞ্জ’ দিয়েছে জঙ্গিরা। বুধবার থেকেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। সে দিনই লোহারডাগার সিরামে একটি পঞ্চায়েত ভবন উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। আজ সরাসরি পুলিশের উপরে হামলা চালাল জঙ্গিরা। উল্লেখ্য, মাওবাদীদের অভিযোগ, চাতরার ঘটনায় পুলিশের হয়ে টিপিসি কাজ করেছে। রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল অবশ্য এই ঘটনা মাও জঙ্গিদের হতাশারই বর্হিপ্রকাশ বলে মনে করেন। তিনি বলেন, “হতাশা থেকে থেকে মাওবাদীরা এমন করছে। চাতরাতে ওদের লোক মারা গেছে। গুমলাতে পুলিশের গুলিতে ওদের লোক মারা গেছে। পুলিশ শক্ত হাতেই মাওবাদীদের মোকাবিলা করবে।” |
|
|
|
|
|