সময় মতো বিমানবন্দরে পৌঁছতে না পেরে প্রায় ২৪ ঘণ্টা কলকাতার নতুন টার্মিনালে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এক মহিলা যাত্রীর বিরুদ্ধে। পুলিশ জানায়, সুনীতা স্বরূপ নামে বছর তিরিশের এই যুবতীর সঙ্গে দেড় বছরের ছেলেও ছিল। তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন বিমানবন্দরের মহিলা অফিসারেরাও। জানা গিয়েছে, ওই মহিলার বাড়ি মুম্বইয়ের পালি হিল্স-এ।
জানা গিয়েছে, বুধবার রাতে মুম্বই যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পরে বিমানবন্দরে পৌঁছন সুনীতা। পরে মুম্বই যাওয়ার কোনও উড়ান না থাকায় রাতে তিনি বসে থাকেন বিমানবন্দর-কর্তৃপক্ষের ম্যানেজারের অফিসে। কর্তৃপক্ষ সূত্রে খবর, এর মাঝে দু’বার দু’ঘণ্টার জন্য উধাও হয়ে যান তিনি। একবার তাঁকে শৌচালয় থেকে পুত্র সমেত উদ্ধার করা হয়। অন্য বার চুপ করে বসেছিলেন সাইবার কাফেতে।
বৃহস্পতিবার সকালে এয়ার ইন্ডিয়ার উড়ানে মুম্বই যাওয়ার দু’টি টিকিট কাটেন সুনীতা। কিন্তু অভিযোগ, বোর্ডিং কার্ড নিয়ে বিমানে না উঠে ফিরে এসে ঘরে ঢুকে এক ম্যানেজারকে মারধর করেন। ছিঁড়ে ফেলেন ১৯ হাজার টাকায় কাটা টিকিট ও বোর্ডিং কার্ড। পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। বিমানবন্দর-কর্তৃপক্ষ ও বিমানসংস্থার অফিসারদের তিনি গালিগালিজ করেছেন বলেও পুলিশকে জানানো হয়। তবে থানা থেকে বেরিয়ে তিনি আবার চড়াও হন বিমানবন্দরের ম্যানেজারের অফিসে। তখন ছিলেন অন্য ম্যানেজার। অভিযোগ, তাঁর ঘরেও দীর্ঘ সময় ধরে হইচই জুড়ে দেন সুনীতা। পরে সন্ধ্যার বিমানে নতুন করে টিকিট কেটে কলকাতা ছাড়েন তিনি। |