কাল, শনিবার নন্দরাম মার্কেটের সামনে গভীর নলকূপ বসাচ্ছে পুরসভা। দীর্ঘ দিন ওই মার্কেটে জলের জোগান বাড়াতে সুপারিশ করছিল দমকল। তবে জলাধারের জায়গা ঠিক করতে পারেনি ব্যবসায়ী সমিতি। তাই দমকলও ছাড়পত্র দেয়নি। যদিও পুরসভা দমকলের নির্দেশ মতো জলাধার গড়ার শর্ত সাপেক্ষে ব্যবসায়ীদের (পঞ্চম তল পর্যন্ত) দোকান খোলার অনুমতি দেয়। সূর্য সেন মার্কেটে অগ্নিকাণ্ডের পরে বড়বাজার, রাজাবাজার ও তপসিয়ায় গভীর নলকূপ বসানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দমকল ও জল সরবরাহ দফতরের সঙ্গে বৈঠক শেষে মেয়র পারিষদ (বাজার) তারক সিংহ জানান, শনিবার প্রথম নলকূপ বসানোর কাজ শুরু হবে নন্দরাম মার্কেটে। |
কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালের শৌচাগার নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শৌচাগারের অবস্থা দেখে তিনি যে মোটেই খুশি নন, তা জানালেন বিমানবন্দর কর্তৃপক্ষ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকে। বৃহস্পতিবার দুপুরে ইন্ডিগো-র উড়ানে কলকাতা থেকে বেঙ্গালুরু যান মুখ্যমন্ত্রী। যাত্রী হিসেবে এই প্রথম নতুন টার্মিনাল ব্যবহার করলেন তিনি। এর আগে ২০ জানুয়ারি নতুন টার্মিনালের উদ্বোধনের দিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতা। সে দিন বিমানবন্দর দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন। তার পর থেকে নতুন টার্মিনাল নিয়ে ক্রমাগত বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছিল তাঁর কানেও। এ দিন নতুন টার্মিনালে ঢুকে তিনি সটান চলে যান শৌচাগারে। সেখান থেকে বেরিয়ে বিমানবন্দরের অফিসারদের জানিয়েছেন, নতুন টার্মিনালের শৌচাগার যতটা পরিষ্কার থাকা উচিত, তা নেই। বেশ দুর্গন্ধ বেরোচ্ছে। তিনি প্রশ্ন করেন, শৌচাগারের দুর্গন্ধ দূর করার সুগন্ধি কেন রাখা হয়নি। শৌচাগার ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না বলেও এ দিন অভিযোগ করেছেন মমতা। তিনি জানিয়েছেন, দিল্লিতে এ বিষয়ে অভিযোগ জানাবেন তিনি। |
হাজিরা খাতায় সইয়ের বদলে বায়োমেট্রি পদ্ধতিতে আসা-যাওয়ার সময় নথিবদ্ধ করার কাজ মহাকরণে প্রথম শুরু হল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে। বৃহস্পতিবার মহাকরণের তেতলায় ওই দফতরের সচিব সঞ্জয় ঠাড়ের ঘরে বসানো বায়োমেট্রি যন্ত্রে আঙুল ছুঁইয়ে নিজেদের হাজিরার সময় নথিবদ্ধ করেন দফতরের সচিব, বিশেষ সচিব থেকে রেজিস্ট্রার পর্যন্ত স্তরের আধিকারিকেরা। ঠাড়ে জানান, মুখ্যসচিবের নির্দেশে পরীক্ষামূলক ভাবে দফতরের আধিকারিকদের জন্য প্রথমে হাজিরার এই নয়া ব্যবস্থা চালু হল। অন্য কর্মীদের কবে থেকে এই ব্যবস্থার আওতায় আনা হবে, তা উচ্চতর কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। |