|
|
|
|
পর্যটনে অন্য রাজ্যের সাহায্য চায় পশ্চিমবঙ্গ |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
রাজ্যে পর্যটন শিল্পের বিকাশে অন্য রাজ্যের সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা নিল পশ্চিমবঙ্গ সরকার। অন্য রাজ্যের সঙ্গে পর্যটক বিনিময়েরও সিদ্ধান্ত নিয়েছে পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর দফতর।
রাজ্যে পর্যটন শিল্পে বিনিয়োগ টানতে গত কয়েক মাসে কলকাতা ও দিল্লিতে একাধিক সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ আসতে শুরু করেছে। আগ্রহ দেখাচ্ছে বিভিন্ন
|
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী |
বেসরকারি সংস্থাও। এ বার পরবর্তী পদক্ষেপ হিসেবে রাজস্থান, জম্মু-কাশ্মীর, মধ্যপ্রদেশ, গুজরাতের মতো যে সব রাজ্য পর্যটক টানায় এগিয়ে রয়েছে তাদের সঙ্গে হাত মেলাতে চাইছে পশ্চিমবঙ্গ। পরিকল্পনাটি নিয়ে পর্যটন দফতরের ব্যাখ্যা, এতে এক রাজ্য অন্য রাজ্যের পর্যটন বিকাশে সাহায্য করবে। দফতরের এক কর্তার কথায়, “কাশ্মীরে সমুদ্র নেই। তাই কাশ্মীরে আগত পর্যটকদের কাছে সুন্দরবনের প্রচারে সক্রিয় হবে সে রাজ্যের পর্যটন দফতর। বিনিময়ে পশ্চিমবঙ্গে আগত পর্যটকের কাছে জম্মু-কাশ্মীরের বিষয়ে প্রচার চালানো হবে।” ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর ছাড়াও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও গুজরাত এই পরিকল্পনায় আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছে পর্যটন দফতর।
ওই রাজ্যগুলি ছাড়াও পর্যটন বিপণনে রাজধানীকেও অন্যতম ঘাঁটি করতে চাইছে রাজ্য সরকার। সেই উদ্দেশ্যে আজ দিল্লির ১৯টি স্থান বেছে নেওয়া হয়। ‘চলো চলে বেঙ্গল’ নাম দিয়ে ওই জায়গাগুলি থেকে রাজ্যের বিষয়ে প্রচার চালানো হবে। এর জন্য মূলত দিল্লির গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও স্টেশনগুলি বেছে নিয়েছে রাজ্য। |
|
|
|
|
|