চায়ের বুটিক খোলার জন্য ভর্তুকির প্রস্তাব |
চায়ের চাহিদা বাড়াতে টি-বুটিক খোলার জন্য ভর্তুকি দেওয়ার কথা ভাবছে টি বোর্ড। এই খাতে দ্বাদশ পঞ্চবার্ষিকী যোজনায় ২৫ কোটি টাকা বরাদ্দ করতে বাণিজ্য মন্ত্রকের কাছে প্রস্তাব পাঠিয়েছে তারা। বৃহস্পতিবার ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের (আইটিএ) সভায় বোর্ডের চেয়ারম্যান এম জি ভি কে ভানু জানান, দেশে চায়ের প্রচার বাড়াতে সম্প্রতি সংস্থার পরিচালন পর্ষদে টি-বুটিক খুললে ভর্তুকির প্রস্তাব দেওয়া হয়। বোর্ডেরই এক কর্তা জানান, একটি বুটিক খুললে প্রথম ৩ বছর ভর্তুকি মিলবে। প্রথম বছর কার্যকরী মূলধন-সহ মোট লগ্নিতে ৫০%, দ্বিতীয় বছর ৪০% ও তৃতীয় বছরে ২৫%। প্রতি বছরই ভর্তুকির ঊর্ধ্বসীমা ১২ লক্ষ টাকা। একে স্বাগত জানিয়ে আইটিএ চেয়ারম্যান অরুণ সিংহের দাবি, ৫০০ বর্গফুটের বুটিক খুলতে অন্তত ২৫ লক্ষ টাকা লাগে। ভর্তুকি পেলে অনেকেই এই ব্যবসায় আগ্রহী হবেন।
|
টাকা ফেরানো নিয়ে ফের দাবি সহারার |
প্রায় ৩ কোটি লগ্নিকারীকে সুদ-সহ ২৪ হাজার কোটি টাকা না-ফেরানোর অভিযোগ নিয়ে সেবির বিরুদ্ধে ফের তোপ দাগল সহারা। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাদের দাবি, বেশির ভাগেরই সুদে-আসলে ২০ হাজার টাকার কম তাঁদের পাওনা হয়েছে। আর ভারতীয় আইনে ২০ হাজার টাকার কম অর্থ নগদে মেটানো যায়। তাই ব্যাঙ্কে সেই হিসাব মিলবে না। আবার গ্রাম থেকে আসায় অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। সংস্থার পাল্টা অভিযোগ, বিষয়টি নিয়ে বার বার দেখা করতে চাওয়া হলেও সেবি চেয়ারম্যান সহারা কর্তার সঙ্গে দেখা করেননি।
|
ওড়িশার গজমারা থেকে প্রস্তাবিত ১৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্প মধ্যপ্রদেশে সরাচ্ছে এনটিপিসি। জমি অধিগ্রহণ না-হওয়া, পরিবেশের ছাড়পত্র পেতে দেরি ইত্যাদি কারণে এই সিদ্ধান্ত। |