এলাকা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটেছে আউশগ্রামের অভিরামপুরে। পুলিশ জানায়, গ্রামের উন্নয়ন নিয়ে বাসিন্দাদের একাংশ মঙ্গলবার রাতে বৈঠকে ডাকে। সেখানে তাঁদের ডাকা হয়নি বলে অন্য এক পক্ষের লোকেরা প্রতিবাদ জানাতে যায়। এর পরে দু’পক্ষই ফাঁকা মাঠে বোমাবাজি শুরু করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা পালিয়ে যায়। আউশগ্রাম থানার পুলিশ স্থানীয় ক্যানাল ব্রিজের নীচ থেকে প্রায় ৩৫টি তাজা বোমা উদ্ধার করেছে। পুলিস সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে বোমাবাজি ও অশান্তি সৃষ্টির অভিযোগ করেছে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছে।” আউশগ্রাম থানা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় মোট দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
|
গয়নার দোকানে ঢুকে লুঠপাট চালাল একদল দুষ্কৃতী। বুধবার সন্ধ্যায় কাটোয়ার মেঝিয়ারি বাজারের ঘটনা। পালানোর সময়ে দুষ্কৃতীরা বোমাবাজি করে বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় জনা ছ’য়েক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। দোকানের মালিক সঞ্জয় গড়াই পুলিশকে জানান, দোকানে ঢুকে দুষ্কৃতীরা বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। তারপরে দরজা বন্ধ করে লুঠপাট চালায়। নগদ ও বেশ কিছু গহনা খোয়া গিয়েছে বলেও জানান তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
আউশগ্রামের বন নবগ্রামের কাছে বুধবার সকালে গুসকরা-বেনাচিতি রুটের বাস উল্টে যাওয়ার ঘটনায় আরও দুই বাসযাত্রীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতদের নাম সোম বাউরি (৪৫) ও সাধন ঘোষ (৬০)। প্রথম জনের বাড়ি আউশগ্রামের নিরসা, অপরজনের বাড়ি বন নবগ্রাম। তাঁদের বুধবার সন্ধ্যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এই নিয়ে এই দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হল।
|
গরমের দুপুরে মৃত্যু হয়েছে এক মহিলার। পুলিশ জানায়, মৃতের নাম দুখু হাঁসদা (৪১)। ভাতারের সাহেবগঞ্জের ওই মহিলার স্বামী সুবল হাঁসদা জানান, বুধবার দুপুরে তাঁর স্ত্রী মাঠে যান। সেখানেই পড়ে ছিল তাঁর দেহ। বাসিন্দারা খবর দিলে তিনি স্থানীয় এক চিকিৎসককে নিয়ে যান। ঘটনাস্থলে ওই চিকিৎসক দাবি করেন, সানস্ট্রোকে মৃত্যু হয়েছে দুখুদেবীর। পুলিশ দেহ ময়না-তদন্তে পাঠায়।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক ভ্যানচালকের। মৃতের নাম সাদেক আলি শেখ (৫৫)। তাঁর বাড়ি কেতুগ্রামের চড়খি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে গ্রাম থেকে মোটর ভ্যান চালিয়ে কাটোয়ার দিকে যাচ্ছিলেন সাদেক আলি শেখ। তখনই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। রাস্তায় ছিটকে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। তবে সেখানেই মারা যান তিনি।
|
দ্বিতীয় ডিভিশন ক্রিকেটে অ্যাপালো অ্যাথলেটিক ক্লাব ২৩ রানে হারালো নির্ভীক সঙ্ঘকে। প্রথমে ব্যাট করে অ্যাপালো ৩৫ ওভারে ২৩৬-৫ করে। সূর্য চৌধুরী ১০৩ বলে করেন অপরাজিত ১২৪। শম্ভু সাউ করেন ৫৯। নির্ভীকের দেবজ্যোতি চৌধুরী (৪৭-২) ভাল বল করেন। জবাবে নির্ভীক ২০.৩ ওভারে ১১৩ রানে সকলে আউট হয়ে যায়। অনুপলাল হরিজন করেন ৩০। অ্যাপালোর অফ স্পিনার সৈফুদ্দিন লায়েক তিন ওভারে ৯ রান দিয়ে ৬ উইকেট নেন।
|
সিএবি আয়োজিত রাজ্য আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে প্রথম ম্যাচে জিতল ইস্টওয়েস্ট মডেল স্কুল। বৃহস্পতিবার তারা আসানসোলে কাটোয়ার সেন্ট জোসেফ স্কুলকে ৬ উইকেটে হারায়। সেন্ট জোসেফ ১৭.১ ওভারে ৬২ রান করে। রোহিত কুণ্ডু, ঋষভ অগ্রবাল ও বিজয় প্রসাদ ভাল বল করেন। পরে ইস্টওয়েস্ট ১২ ওভারে ৬৩-৪ করে। |